মিরপুরে আজ সব আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার রাকিম কর্নওয়াল। ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা এই দীর্ঘদেহী ক্রিকেটারের ওজন ১৪০ কেজি মত। মিরপুরে সকাল সকাল হাজির তিনি। টেস্ট দলের অন্যতম গুরত্বপুর্ণ এই সদস্য ব্যাটিং এবং বোলিং অনুশীলন করেন। কিন্তু সবকিছু ছাপিয়ে কর্নওয়ালের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিল তার অভিনব ব্যাট।
যে ব্যাটটি দিয়ে তিনি ব্যাটিং করছিলেন সেটি স্বাভাবিক ব্যাটের থেকে অনেক বেশি চিকন মনে হচ্ছিল। তার আন্তর্জাতিক সিরিজের ফুটেজ দেখে যতটুকু জানাে গেল মূল ম্যাচে অন্যদের মত স্বাভাবিক গড়নের ব্যাটেই খেলেন তিনি। তাহলে অনুশীলনে কেন এই অভিনব পন্থা?
বায়ো সিকিউর বাবলে থাকার কারণে তার কাছে গিয়ে প্রশ্নের উত্তর খোজ করা সম্ভব হয়নি। তবে আঁচ ঠিকই করা গেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যে স্পিনে বড় পরীক্ষায় দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে সেটি তো হলফ করে বলা যায়। মিরাজ, সাকিব , তাইজুলদের স্পিন বিষ ঠেকাতে যে বাড়তি কিছু করতেই হবে ক্যারিবিয়ানদের।
তবে এবারই যে এমন ব্যাট প্রথম দেখা গেল তা কিন্তু না। এর আগে বেশ কয়েকবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অনুশীলনে এমন ব্যাট দিয়ে অনুশীলন করতে দেখা গেছে। তবে বাংলাদেশের বিপক্ষে এমন প্রস্তুতি সম্ভবত আগে দেখা যায়নি।
ব্যাটিংয়ের সময় যেন ক্যাচ হবার সম্ভাবনা কম থাকে, মিডিলিং যাতে হয় সেটি নিশ্চিত করতেই হয়ত কনওয়ালের বিশেষ এই ব্যাট দিয়ে অনুশীলন করবার চেষ্টা। দুই দেশের গত টেস্ট সিরিজেও তো ঘরের মাঠে ইনিংস ব্যবধানেও টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেবার যদিও পুরো জাতীয় দল এসেছিল বাংলাদেশে। সে তুলনায় বেশ কয়েকটি বড় নাম অনুপস্থিত ওয়েস্ট ইন্ডিজ দলে।
মিরপুরে আজ অনুশীলন করতে এসে স্বাভাবিক ক্যারিবিয়ানদের মত খুব আমুদে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা । নিজেদের সাউন্ড সিস্টেমে গান শুনছিলেন আর হালকা স্কিল ট্রেনিং করেই বেশি সময় কাটিয়েছেন তারা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.