চলতি মৌসুমের শুরুতে নেইমার এবং মার্শেইয়ের আলভারো গঞ্জালেসের সেই দ্বন্দ্বের কথা মনে আছে নিশ্চয়? ফরাসি লীগ ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডারের ঘাড়ে চড় মেরেছিলেন নেইমার। সেজন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান পোষ্টারবয়কে। লীগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে সেই ম্যাচের পর নেইমার অভিযোগ তোলেন, তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন আলভারো। টুইটারে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের অভিযোগ নাকচ করে মার্শেই ডিফেন্ডার লেখেন, "হার মেনে নিতে শেখো নেইমার।"
মাঠ ও টুইটারের সেই দ্বন্দ্ব ওখানেই থামেনি। বুধবার ফরাসি কাপের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল পিএসজি-মার্শেই। প্রায় এক মাস চোটের কারণে বাইরে থাকা নেইমার গোল করে পিএসজিকে জিতিয়ে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন। তবে এই ম্যাচেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেশ কিছু মারাত্মক ট্যাকল করে পুরোনো ঝামেলা উস্কে দেন মার্শেই ডিফেন্ডার আলভারো। এক সময় নেইমারের কপাল ধরে টানতে থাকেন স্প্যানিশ এই ডিফেন্ডার। যা ফুটবলপ্রেমিদের কাছেও সমালোচনার সৃষ্টি করেছে।
মাঠে না পারলেও আলভারোর এই কর্মকান্ডে প্রতিশোধ নিতে ভুলে যাননি পিএসজির তারকা ফুটবলার। তাই ম্যাচশেষে মার্শেই ডিফেন্ডারকে কটাক্ষ করে টুইটারে নিজের গোল উৎযাপনের একটি ছবি পোস্ট করে নেইমার ক্যাপশনে লিখেন, “রাজা আলভারো, ঠিক আছে?”
জবাব দিতে দেরি করেননি আলভারো গঞ্জালেসও। নেইমারের টুইটের নিচে ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে মাথা ধরে আটকানোর ছবি পোস্ট করে স্প্যানিশ ডিফেন্ডার ক্যাপশনে লিখেন, "আমার বাবা-মা সবসময় আমাকে শিখিয়েছেন আবর্জনা ফেলে দিতে। এসব এড়িয়ে যেতে।"
তখন নেইমার পাল্টা টুইট করেন, “সে ভুলে গেছে কিভাবে শিরোপা জিততে হয়।”
আলভারো ফের পেলের হাতে তিনটি বিশ্বকাপের ছবি দিয়ে লিখেন, “তুমি রাজার অনন্ত ছায়ায় থাকবে।”
নেইমারও কিন্তু চুপ থাকেনি। জবাবে ব্রাজিলিয়ান তারকা বুঝিয়ে দেন আলভারো তার ছায়ায় রয়েছে। পিএসজি ফরোয়ার্ডের জ্বালাময়ী টুইট, "তুমি আমার ছায়ায় পড়ে আছো। আমি তোমাকে বিখ্যাত বানিয়েছি। তোমাকে অভিনন্দন।"
বুঝায় যাচ্ছে, দুজনের মাঠের দ্বন্দ্ব ব্যক্তিগত পর্যায়ে গিয়েও ঠেকছে !
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.