ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টিয়ানো রোনালদো। ছবিঃ ইন্টারনেট
দশ দিন আগে সিরি'আ তে সাসুয়েলোর বিপক্ষে গোল করে সর্বকালের সর্বোচ্চ অফিশিয়াল গোলের মালিক অস্ট্রিয়ার জোসেফ বিকানের ৬৬ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর সবাই ভেবেছিল কোপা ইতালিয়ায় জেনোয়ার বিপক্ষে এই রেকর্ড নিজের করে নিবেন জুভেন্টাস ফরোয়ার্ড। কিন্তু দল জয় পেলেও রোনালদো গোল করতে ব্যর্থ হন। সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষেও গোল করতে পারলেন না। গুরুত্বপূর্ণ ম্যাচে দলও হেরেছিল ২-০ গোলে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাপেই স্টোডিয়ামে বুধবার রাতে ইতালিয়ান সুপার কাপে নাপোলির বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ অফিশিয়াল গোলের মালিক বনে গেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পর্তুগিজ মহারাজার গোল হলো এখন ৭৬০। ইতিহাসের আর কোন ফুটবলারই রোনালদোর চেয়ে বেশি অফিশিয়াল গোল করতে পারেন নাই।
[caption id="attachment_2190" align="aligncenter" width="554"] ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবিঃ ইন্টারনেট[/caption]
ফুটবল ইতিহাসে রোনালদোসহ অফিশিয়ালি ৭০০ গোলের চূড়ায় উঠেছেন সবমিলিয়ে মাত্র পাঁচজন ফুটবলার। তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো (৭৬০), জোসেফ বিকান (৭৫৯), পেলে (৭৫৭), রোমারিও (৭৪৩) এবং লিওনেল মেসি (৭১৯)। সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ খেলতে হয়েছে ৩৫ বছর বয়সী রোনালদোকে। বর্তমানে নিজের তীব্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ছাড়া এই এলিট ক্লাবের আর কেউই খেলছেন না। তাই বলা যায় আরও একটি রোমাঞ্চকর লড়াই দেখতে যাচ্ছে ফুটবল প্রেয়সীরা।
[caption id="attachment_2191" align="aligncenter" width="739"] রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবিঃ ইন্টারনেট[/caption]
২০০২ সালে স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করেন রোনালদো। সেখানে গোল করেন ৫টি। তারপর স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে এসে নিজেকে দুনিয়াব্যাপী পরিচয় করিয়ে দেন। ক্যারিয়ারের প্রথম বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রোনালদো রেড ডেভিলদের হয়ে গোল করেছেন ১১৮টি।
২০০৯ সালে ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়ে রেকর্ড পরিমাণ ট্রান্সফারে যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে নয় বছরে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। স্পেনের শীর্ষস্থানীয় ক্লাবটির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সেখানে গোল করেছেন ৪৫০টি। বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়েও চ্যাম্পিয়নস লীগের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা দু বছরে ইতোমধ্যে করে ফেলেছেন ৮৫ টি।
[caption id="attachment_2192" align="aligncenter" width="710"] স্পোর্টিং সিপিতে থাকাকালীন রোনালদো। ছবিঃ ইন্টারনেট[/caption]
জাতীয় দল পর্তুগালের হয়ে রোনালদোর অভিষেক হয় ২০০৩ সালে। পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা ১০২টি। আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসে রোনালদোর চেয়ে কেবল ইরানের আলী দায়ি বেশি গোল করতে পেরেছেন। এই রেকর্ডও (১০৯) ছাড়িয়ে যেতে রোনালদো প্রয়োজন আর মাত্র ৭ গোল।
১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ২০১৩ সালে রোনালদো এক মৌসুমে করেন সর্বোচ্চ ৬৯টি গোল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.