দারুণ ছন্দে থাকা পাওলো দিবালা চলে গেলেন মাঠের বাহিরে। বাম হাঁটুর মধ্যবর্তী কোলেট্যারেল লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি। রবিবার ঘরের মাঠে সাসুয়েলোর বিপক্ষে ইঞ্জুরির নিয়ে মাঠ ছাড়েন তারকা এই ফরোয়ার্ড। যদিও শেষ দশেক মিনিটের ধামাকায় তুরিনোর বুড়িরা ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয়।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের বিষয়টি রবিবার নিশ্চিত করলেও তার সেরে উঠতে কতদিন লাগবে তা জানায়নি ইতালির ক্লাবটি। কিন্তু ক্লাবের এক মুখপাত্রের বরাত দিয়ে অল ফুটবল জানিয়েছে, তার সেরে উঠতে অন্তত ১৪-২০ দিন সময় লাগতে পারে।
চলতি মৌসুমে গোলখরায় থাকলেও বরবারই দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন দিবালা। সুযোগ পেলেই দলের আক্রমণভাগে নিজের সেরাটা দিয়ে থাকেন গেল মৌসুমের ইতালিয়ান লীগের সেরা ফুটবলার। তাই দিবালার এই ইঞ্জুরির কারণে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়বে জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলোর মাথায়। জুভেন্টাসের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ জেনোয়া। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টোডিয়ামে বুধবার রাতে কোপা ইতালিয়ার রাউন্ড অব সিক্সটিনে জেনোয়াকে আতিথ্য দিবে প্রতিযোগিতার সফলতম দলটি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.