অবশেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জীবন্ত কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি। নিজের ক্যারিয়ারের ইতি টানলেও রুনি এখনও ফুটবলের সঙ্গে রয়ে গেলেন। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইউনাইটেডের সর্বকালের সেরা গোলদাতা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশীপের দলটি এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তার আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড থেকে খেলোয়াড়-কোচ হিসেবে ছিলেন রুনি। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন সবমিলিয়ে ৩৫টি ম্যাচ। নভেম্বরে ক্লাবটি আকস্মিকভাবে কোচ বরখাস্ত করলে ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ম্যানেজার হিসেবে রুনি ডার্বি কাউন্টির হয়ে ৯ ম্যাচে ৩ জয় ৪ ড্র এবং ২টি হারের দেখা পায়।
রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের বেশি সময় পার করলেও রুনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন মার্সেসাইডের ক্লাব এভারটনের হয়ে। মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালের বিপক্ষে দারুণ এক গোল করে প্রথমে নজরে আসেন। দুই দফায় ব্লুজদের হয়ে ১১৭ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। ২০০৪ সালে এভারটন থেকে ২৫ মিলিয়নের বিনিময়ে রুনিকে ওল্ড ট্রাফোর্ডে উড়িয়ে নিয়ে আসেন স্যার অ্যালেক্স ফার্গুসন।
তারপর ম্যান ইউনাইটেডের হয়ে নিজেকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের রেকর্ড ভেঙ্গে ২৫৩ গোল করে হয়েছেন রেড ডেভিলদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দল ইংল্যান্ডের হয়েও ৫৩ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ডার্বি কাউন্টি সম্পর্কে বলেন,
" যুক্তরাজ্যে ফেরার পর ডার্বি কাউন্টির সম্ভাবনা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আরও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল, ডার্বি কাউন্টিই আমার জন্য সঠিক জায়গা।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.