সময়ের সেরা ফুটবলার কে? দ্বিধা-বিভক্ত গোটা দুনিয়া। কেউ লিওনেল মেসির নাম বলেন তো কেউ ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই তর্কে নতুন করে যুক্ত হল মেসুত ওজিলের নাম। জার্মানির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারের চোখে মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্তের করা প্রশ্নের জবাবে এই কথা বলেছেন জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী তারকা এই মিডফিল্ডার। টুইটারে ভক্তের করা প্রশ্নের জবাবে ওজিল বলেন, “স্পেনে সেরাদের একজন হিসেবে মেসি নিজেকে প্রমান করেছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেসব দেশে খেলেছে প্রত্যেকটা দেশেই নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছে।”
২০১০ থেকে তিন মৌসুম রিয়াল মাদ্রিদের জার্সিতে ওজিল খেলেছেন রোনালদোর সঙ্গে। সেসময় এই জুটি নজরও কেড়েছিল। ২০১৩ সালে কোচের সঙ্গে বনিবনা না বলে মাদ্রিদের দলটি ছেড়ে আর্সেনালে যোগ দেন জার্মান মিডফিল্ডার।
মেসুত ওজিল মুখ খুলেছে সময়ের সেরা ডিফেন্ডারের প্রশ্নেও। ভক্তের করা অন্য আরেকটি প্রশ্নে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসকে বিশ্বের সেরা ডিফেন্ডার হিসেবে উল্লেখ করেছেন ওজিল। তিনি বলেন, “গত এক দশক ধরে রামোস বিশ্বের সেরা ডিফেন্ডার এবং সে গ্রেট লিডার। তার লক্ষ্যই হল জেতা এবং আমি বলবো সে তার জেনারেশনের সেরা ডিফেন্ডার।”
ছবিঃ ইন্টারনেট।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.