ভারতীয় জনপ্রিয় এক টিভি শোতে একবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিলো, তাদের ড্রেসিংরুমে সবচেয়ে ভদ্র ক্রিকেটারকে। কোহলির উত্তর ছিলো চেতেশ্বর পূজারা। তার মত এত ভদ্র আর সাদাসিধে মানুষ ভারতীয় অধিনায়ক আর জীবনে দেখেননি।
অন্যান্য ক্রিকেটারদের চেয়ে একটু আলাদাই বটে ভারতের টেস্ট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা। নাম-ডাক, টাকা-পয়সার মোহে নয় বরং ক্রিকেটের প্রতিই যেন তার সমস্ত ধ্যান ধারণা। ভারতের এত বড় তারকা হয়েও সাধারণ জীবনযাপনেই সুখ খুঁজে পান ডানহাতি ব্যাটসম্যান। তাই তো অন্য ক্রিকেটাররা যেখানে কোয়ারেন্টাইনের বিধিনিষেধ অতিষ্ঠ, সেখানে সেই বন্দীদশায় তার কাছে চলনই।
অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত সিরিজে দেয়ালের মত দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার পেসারদের বুলেটের মত ডেলিভারিগুলো ফিরিয়েছেন পূজারা৷ ৩ ফিফটিতে সেই সিরিজে ২৭১ রান করা পূজারা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের অস্ট্রেলিয়া জয়ের অন্যতম নায়কও তিনি।
তবে এবারের সফরে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও বেশ কঠিন সময় পার করতে হয়েছে ক্রিকেটারদের। দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা প্রসঙ্গে পূজারা বলেন,
"এটি সহজ নয়, বিশেষত কোয়ারেন্টাইন। এটি খেলোয়াড়দের পক্ষে সবচেয়ে কঠিন সময় যখন আপনি একে অপরের সাথে দেখা পর্যন্ত করতে পারেন না। ট্যুরে বেড়াতে অভ্যস্ত ছেলেদের পক্ষেও এটি মোটেও সহজ নয়। আমার মতো কেউ, যিনি সাধারণ জীবনযাপন করেন, তার জন্য চলনসই।"
"তবে খেলোয়াড়রা (যারা আইপিএলে খেলেছেন) যেভাবে ব্যাখ্যা করেছেন, এটি একদম সহজ নয়।" তিনি আরও যোগ করেন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.