ফুটবল > বাংলাদেশ ফুটবল
কাচ্চি খেতে পছন্দ করেন অস্কার
নিউজ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২১, সকাল ৭:২৪ সময়
কাচ্চি খেতে পছন্দ করেন না এমন মানুষ বাংলাদেশে খুজে পাওয়া হয়তো দুষ্কর বিষয়। শুধু বাংলাদেশই না বাইরের দেশ থেকে আসা মানুষগুলোও এ দেশের কাচ্চির প্রেমে পড়েছে। এদিক থেকে ভিন্ন নন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। বাংলাদেশে তার প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি। সময় ও সুযোগ পেলেই কাচ্চি বিরিয়ানি খেতে বসেন এই স্প্যানিশ কোচ।
২০১৮ সালে বসুন্ধরা কিংসের হয়ে কোচ হিসেবে বাংলাদেশে আসেন এই স্প্যানিশ। তার অধীনে প্রথম বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয় কিংস। এর পরের বছরেই জেতেন ফেডারেশন কাপ। অস্কার ব্রুজেনের অধীনেই প্রথম বারের মত এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে বসুন্ধরা কিংস।
নতুন বছরের ভাবনা ও বাংলাদেশ ফুটবল নিয়ে
ডেইলিস্পোর্টসবিডি'র সাথে কথা বলেছেন এই স্প্যানিশ কোচ।
প্রশ্নঃ
কেমন আছেন?
অস্কার ব্রুজেনঃ
জ্বী, ভাল আছি।
প্রশ্নঃ
নতুন বছরের প্রথম দিনটি আপনি কীভাবে উদযাপন করলেন?
অস্কার ব্রুজেনঃ
নতুন বছর সব সময় আনন্দের। নতুন বছরের প্রথম দিনেই স্পেনে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম। এছাড়া আমার স্ত্রীর সাথে রাতের খাবার খেয়েছি এবং তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি।
প্রশ্নঃ
সেমিফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবেন। দলে কি সবাই এই ম্যাচের আগে ফিট?
অস্কার ব্রুজেনঃ
ইদানিং আমরা কিছু ইঞ্জুরি সমস্যা নিয়ে ভুগছি। ইঞ্জুরি কাটিয়ে খুব শীঘ্রই তারা ম্যাচের জন্য ফিট হবে। অবশ্যই ঢাকা আবাহনী শক্তিশালী দল। তাদের বিপক্ষে সেরাটাই খেলতে হবে এবং আমরা এবার গত সিজন থেকে অনেকটা উন্নতি করেছি। আশা করি আমরাই ফাইনালে যাবো।
প্রশ্নঃ
প্রথম তিন ম্যাচের পরে চার বিদেশী সম্পর্কে আপনার মন্তব্য কী? আপনি তাদের পার্ফমেন্সে কতটা সন্তুষ্ট?
অস্কার ব্রুজেনঃ
দলগত পারফর্মেন্সে নিয়ে আমি খুশি। এছাড়াও দেশি এবং বিদেশিরা যা খেলছে তা নিয়েও সন্তুষ্ট আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিগত পারফর্মেন্স করার চেয়ে আমাদের নিজেদের মধ্যে ভালো বোঝাপোড়া তৈরি করা। রাউল, রবসন সহ চারজন বিদেশিই দারুণ পারর্ফমার।
প্রশ্নঃ
গত দুই সিজনে ড্যানিয়েল কলিনড্রেস ছিলেন বসুন্ধরা কিংসের মূল ভরসা। বর্তমান বিদেশিরা কি পারবে তার অভাব পূরণ করতে?
অস্কার ব্রুজেনঃ
গত দুই সিজনে ড্যানিয়েল আমাদের সাথেই ছিল। সে নিজের পারর্ফমেন্স দিয়ে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছিল। তবে এবারের নতুন বিদেশিরাও আগের মৌসুমের চেয়ে ভালো করতে মুখিয়ে আছে।
প্রশ্নঃ
বাংলাদেশের ফুটবল উন্নয়নে কোন দিকে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন?
অস্কার ব্রুজেনঃ
নিয়মিত যুব দলের প্রতিযোগিতাগুলো চালিয়ে যেতে হবে। পেশাদার লেভেলে কোচদের প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। যুব খেলোয়াড়দের আধুনিক সুযোগ সুবিধাবাদী নিশ্চিত করতে হবে।
প্রশ্নঃ
আপনি বাংলাদেশে আছেন প্রায় ৩ বছরের মত। এখানে থাকতে কেমন লাগছে?
অস্কার ব্রুজেনঃ
৩ বছর ধরে দেশের বাইরে থাকা কঠিন, তবে আমি সবসময় বাংলাদেশের মত সুন্দর জায়গায় থাকতে উপভোগ করি। বাংলাদেশ আমার জীবনে ইতিবাচক দিক বয়ে এনেছে কর্মক্ষেত্রে এবং ব্যক্তি জীবনেও।
প্রশ্নঃ
বাংলাদেশের কোন খাবারটি সবচেয়ে বেশি খাওয়া হয়?
অস্কার ব্রুজেনঃ
মাটন বিরিয়ানি (কাচ্চি) বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার। আড়িভাঙা (হাড়িভাঙা) আম যেটি আমার কাছে সবচেয়ে সুস্বাদু ফল।
ধন্যবাদ।