আহমেদাবাদে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা দারুণ করলো স্বাগতিক ভারত। গোলাপি বলের তৃতীয় টেস্টে প্রথম দিনে ইংলিশ ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন উপহার দিয়েছে ভারতীয় স্পিনাররা। প্রথম ইনিংসে মাত্র ১১২ রানেই গুটিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। যা ভারতের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড।
চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৭৮ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। সিরিজে এরপরের চার ইনিংসে চারবারই অলআউট হয়ে সফরকারীরা সর্বসাকুল্যে রান করেছে ৫৮৮
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ দলপতি জো রুট। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি সফরকারীদের। দলীয় ২ রানে ম্যাচের তৃতীয় ওভারেই ইংলিশ ওপেনার ডম সিবলিকে শূন্য রানেই সাজঘরে ফেরান নিজের শততম টেস্ট খেলা ইশান্ত শর্মা।
দলীয় ২৭ রানে শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টোও। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর অধিনায়ক জো রুটকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ওপেনার জ্যাক ক্রাউলি। তবে দলীয় ৭৪ রানে ব্যাক্তিগত ১৭ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন জো রুটও।
অপরদিকে সতীর্থদের আসা যাওয়ায় একপ্রান্ত আগলে রেখে দারুণ এক ফিফটি তুলে নেন জ্যাক ক্রাউলি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি ইংলিশ ওপেনার। দলীয় ৮০ রানে অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে ৫৩ রানে থামে তার ইনিংস।
ক্রাউলি ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙেছে ইংলিশ ব্যাটিং লাইন আপ। আর কোন ইংলিশ ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে। শেষ পর্যন্ত ১১২ রানেই থেমেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
গত টেস্টে অভিষেক হওয়া অক্ষর প্যাটেল আজ আরও একবার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। মোহাম্মদ নিসার এবং নরেন্দ্র হিরেয়ানির পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নিজের খেলা প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট নেওয়া কীর্তি গড়েছেন বাঁহাতি অফ-স্পিনার।
গোলাপি বলে আজ ২১.৪ ওভারে ৬ মেইডেন সহ মাত্র ৩৮ রান খরচে ৬ উইকেট নিয়েছেন অক্ষর। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ২৬ রানে ৩টি এবং ইশান্ত শর্মা ২১ রানে নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ১১২/১০ (৪৮.৪ ওভার), ক্রাউলি ৫৩, রুট ১৭, ফোকস ১২ ; অক্ষর ৬/৩৮, অশ্বিন ৩/২৬
টসঃ ইংল্যান্ড।