চলতি প্রিমিয়ার লীগে চির চেনা আবাহনীকে দেখা না গেলেও আবারও জয়ের ধারায় ফিরেছে আকাশী-নীলরা। শেষ ম্যাচে আরামবাগকে ৪-০ গোলে হারানোর পর আজ সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থান মজবুত করলো আবাহনী লিমিটেড ঢাকা।
প্রথমার্ধে গোল শূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে আবাহনীর হয়ে গোল করেন ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো ও হাইতিয়ান কার্ভেন্স বেলফোর্ট।
তবে ম্যাচের প্রথমার্ধের শুরুর চিত্র টা ছিল ভিন্ন, ২১ মিনিটেই ক্রস বারের কাছে হার মানতে হয় সাইফ স্পোর্টিং ক্লাবকে। আরিফুর রহমানের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার সোহেলের মাথার উপর দিয়ে গিয়ে সরাসরি ক্রস বারে আঘাত হানে। এর ঠিক পাঁচ মিনিট পরেই সোহেলের দুর্দান্ত সেইভের কাছে আবারও হার মানে ইকেচেকু কেনেথের জোড়ালো শট।
২৮ মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো সাইফের ডি-বক্সের মধ্যে পড়লে জটলার তৈরি হয়ে সাইফের ডিফেন্ডারের হাতে লাগে কিন্তু আবাহনী পেনাল্টির আবেদন করলেও রেফারি তা হেলায় ফিরিয়ে দেন।
৩৮ মিনিটে জুয়েলের বুদ্ধিতৃপ্ত ক্রস বেলফোর্ট পা ছোঁয়ালেও তা জালের দেখা পায়নি।
বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় আবাহনী লিমিটেড ঢাকা। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় আবাহনী। রায়হান হাসানের লম্বা ক্রস থেকে মাথা ছুইয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো।
ম্যাচে দ্বিতীয় বারের মত লিড পেতে বেশি সময় নেয়নি মারিও লামোসের শিষ্যরা। ৬৬ মিনিটে জুয়েল রানা দুর্দান ক্রস ডি-বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলের পরিণত করেন কার্ভেন্স বেলফোর্ট।
দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি সাইফ স্পোর্টিং ক্লাব।
এই জয়ে আবাহনী লিমিটেড ঢাকা নয় ম্যাচে ছয় জয়, তিন ড্র’তে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে। অন্যদিকে আট ম্যাচে চার জয়,এক ড্র ও তিন হারে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নাম্বারে সাইফ স্পোর্টিং ক্লাব।