২০১৯ আইপিএল স্বপ্নের মত কাটিয়েও ব্রাত্য ছিলেন ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে। তা নিয়ে আলোচনাও কম হয়নি। এমন অতিমানবীয় পারফরম্যান্স করার পরেও জাতীয় দলে উপেক্ষিত থেকে মানষিকভাবে কিছুটা ভেঙেই পড়েছিলেন সূর্য কুমার যাদব।
তবে কঠিন সময়ে সূর্য পাশে পেয়েছিলেন শচীন টেন্ডুলকারদের মত গ্রেটদের। শচীন অবশ্য তাকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটল সূর্য কুমার যাদদের। সবুরে মেওয়া ফলেছে তার। জায়গা পেলেন ভারতের টি-টোয়েন্টি দলে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ইংল্যান্ড সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। যাতে ফিরেছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা, পেসার ভুবনেশ্বর কুমার ও মিস্ট্রিয়াস বোলার বরুণ চক্রবর্তী। চোটে পড়ায় তিনজনই যেতে পারেননি অস্ট্রেলিয়া সফরে। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন মনিশ পান্ডে, সাঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগারওয়াল। বিশ্রামে জাসপ্রিত বুমরাহ।
আইপিএল ২০১৯ এ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার সূর্যের ব্যাট থেকে এসেছে ৪০ গড়ে ৪৮০ রান। স্ট্রাইক রেটও ছিল দেখার মত ১৪৫। শুধু ২০২০ আইপিএল নয়। গত ৩ আসরেই ধারাবাহিক ছিলেন সূর্য।
২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ৩৬.৫৭ গড়ে রান করেন ৫১২, অর্ধশতক ৪টি। ২০১৯ আসরে ১৬ ম্যাচে তার রান ছিল ৪২৪। দুইবারই তার স্ট্রাইক রেট ছিল ১৩০ এর ওপরে।
সূর্য কুমারের মত আইপিএলে দারুণ পারফরম্যান্স করার ফল পেয়েছেন ইশান কিষান। ২০২০ আইপিএল ৫৭.৩৩ গড়ে রান করেছেন ৫১৬, স্ট্রাইক রেট ১৪৫.৭। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করে দলে ডাক পেয়েছেন রাহুল তিওয়াতিয়াও।
আগামী ১২ মার্চ থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। সব গুলো ম্যাচই হবে ভারতের আহমেদাবাদে।
ভারতের টি-টোয়েন্টি দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটরাজন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ত (কিপার), ইশান কিষান, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।