ছবিঃ চলতি মৌসুমে এভারটনের হয়ে দারুণ ফর্মে আছেন ব্রাজিলিয়ান লেফট উইংগার রিচার্লিসন। দলের গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে ও সতীর্থদের দিয়ে গোল করাতেও বেশ ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এবার রিচার্লিসন স্বপ্ন দেখছেন ব্রাজিলের অলিম্পিক মেডেল ধরে রাখার। ২০১৬ সালে ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মত অধরা অলিম্পিকের স্বর্ণপদক জিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে ব্রাজিল স্কোয়াডে নাম আছে রিচার্লিসনের। তবে ব্রাজিলিয়ান তারকার মনে এখন অলিম্পিক খেলতে না পারার শঙ্কা জেগেছে। চলতি বছর দুটি টুর্নামেন্ট হবে ব্রাজিলের। একটি কোপা আমেরিকা এবং অন্যটি গ্রীষ্মকালীন অলিম্পিক। সাধারণত ইউরোপীয়ান ক্লাবগুলো কোন খেলোয়াড়কেই দুটি টুর্নামেন্টের জন্য ছাড়তে চায় না। ঠিক সেই ভয়টাই পাচ্ছেন রিচার্লিসন। ইএসপিএনকে রিচার্লিসন বলেন,
“এই বছর কোপা আমেরিকা এবং অলিম্পিক অনুষ্ঠিত হবে। ক্লাব মনে হয় আমাকে দুটি টুর্নামেন্টের জন্যই ছাড়তে রাজি হবে না। তারা কেবল একটি টুর্নামেন্টের জন্যই আমাকে ছাড়তে চায় এবং আমার মনে হয় সেটা কোপা আমেরিকা। আমি জানি না আমি সেখানে ডাক পাব কিনা। যদি ডাক পাই তাহলে আমি দুটি টুর্নামেন্টেই খেলতে চাই এটা আমি তাদের বলবো।”
অলিম্পিক খেলাটা রিচার্লিসনের স্বপ্নের মত। মূলত, বয়সের কারণে এবার অলিম্পিক খেলতে চায় ব্রাজিলিয়ান এই ফুটবলার। রিচার্লিসন বলেন, “পছন্দ হোক না হোক,আমি আবারও অলিম্পিকে খেলার সুযোগ পাবো কিনা আমি জানি না। কারণ বয়স। তাই আমি এটা খেলতে চাই।”