একটা সময় তিন ফরম্যাটেই ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও। তবে ২০১৭ সালের পর ভারতের রঙ্গিন জার্সিতে আর দেখা যায়নি তাকে। বর্তমানে ভারতের টেস্ট দলের অন্যতম ভরসার প্রতীক হলেও বাকি দুই ফরম্যাট থেকে এক প্রকার ব্রাত্য ৩৪ বছর বয়সী স্পিনার।
তবে হাল ছাড়েননি অশ্বিন, আবারও রঙ্গিন পোষাকে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছিলেন চেন্নাই টেস্টে ম্যাচ সেরা হওয়ার পর। জানিয়েছিলেন ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনছেন তিনি। তবে সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার আপাতত দৃষ্টিতে সীমিত ওভারের ক্রিকেটে অশ্বিনের দলে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না।
গাভাস্কারের মতে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত অলরাউন্ডাররা যেমন দূর্দান্ত ফর্মে আছেন, এমন অবস্থায় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রবিচন্দ্রন অশ্বিনের ভারতীয় দলে ফেরা এক প্রকার অসম্ভব। গাভাস্কারের ভাষ্যমতে,
“আমার মনে হয় না সে (অশ্বিন) ভারতের সীমিত ওভারের দলে আর ফিরে আসতে পারবে। কেননা ভারতের হার্দিক পান্ডিয়া আছে যে এখন ৭ নম্বরে খেলে। তাছাড়া সেখানে রবীন্দ্র জাদেজাও রয়েছে। ভারত এখন কৌশল বদলে তিন পেসার এবং এক স্পিনার নিয়ে মাঠ নামচ্ছে। তাই এমন অবস্থায় তাঁর ফেরা প্রায় অসম্ভব।”
তবে সীমিত ওভারে দলে না ফিরতে পারলেও, টেস্ট ক্রিকেট আরও বেশ কয়েক দিব্যি ক্রিকেট খেলে যাবেন বলে মনে করেন গাভাস্কার।
“আমি মনে করি, এই মুহূর্তে সে (অশ্বিন) বর্তমান স্কোয়াডের সাথে মানিয়ে নিতে পারবে না। তবে আগামীতে আরও ৬ বছর সে টেস্ট ক্রিকেটার হিসেবেই খেলবে।”