।। টুকরো খবর ।।
রবিবার সাবেক ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ এবং ক্রিকেট উপস্থাপিকা এরিন হল্যান্ডের সাথে গাঁটছড়া বেঁধেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বায়রনের ‘হার্ট অফ দ্য বে’ তে তাদের আড়ম্বরপূর্ণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের মে মাসে বাগদান হয়েছিলো বেন কাটিং এবং এরিন হল্যান্ডের।
বেন তার বিয়ের অনুষ্ঠান থেকে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “অফিসিয়াল ওয়াইফি!”
আর ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে এরিন লিখেছেন, “সদ্য বিবাহিত”
