অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন জাপানের নাওমি ওসাকা। এ নিয়ে দ্বিতীয়বার এই প্রতিযোগীতার খেতাব জিতলেন এশিয়ার টেনিস সুন্দরী।
শনিবার মেলবোর্নের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে এক প্রকার উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্ল্যান্ড স্ল্যাম জিতেছেন নাওমি।
অথচ ম্যাচের প্রথম সেটের প্রথম ৪টি গেমই হেরেছিলেন জাপানি তারকা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের জেনিফারকে আর কোন সুযোগই দেননি নাওমি।
ম্যাচ শেষে বিপক্ষের প্রশংসা করতে কার্পণ্য করেননি নাওমি। তিনি বলেন, “ম্যাচের আগেই সবাইকে বলেছিলাম তুমি আমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং সেটাই হয়েছে। গত কয়েক মাসে চোখের সামনে তোমাকে বেড়ে উঠতে দেখেছি। আশা করি ভবিষ্যতে আরও অনেক ম্যাচ কোর্টে দেখা হবে তোমার সাথে।”
আর রানার্সআপ ব্র্যাডি বলেন, “তুমি আমাদের সবার কাছে অনুপ্রেরণা।”
এর আগে কার্যত সেমিফাইনালে ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপার যোগ্য দাবিদার হিসেবে অনেকটাই প্রমাণ দিয়ে রেখেছিলেন জাপানি কন্যা।