লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা মারা গেছেন। বুধবার ব্রাজিলের ল্যাভ্রাস ডো সুলে নিজেদের মালিকানাধীন একটি ফার্মহাউজের পাশে পুকুরে সাঁতার কাটার সময় মারা যান ৫৭ বছর বয়সী জোসে অ্যাগোস্টিনহো বেকার। মৃত্যু আগে তিনি বেশকিছু সময় নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার ভোর পাঁচটায় নিখোঁজ হোন অ্যাগোস্টিনহো বেকার। পরে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দলগুলো কয়েক ঘন্টা খোজার পর সকাল সাড়ে নয়টায় তার বন্ধু ও পারিবারিক এক কর্মচারীর কাছ থেকে লাশ পাওয়া যায়।
২০১৮ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে রেকর্ড ট্রান্সফারে লিভারপুলে পাড়ি সমান অ্যালিসন বেকার। সে বছর ইংলিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লীগ জয়ে ফিফার বর্ষসেরা গোলরক্ষকও নির্বাচিত ব্রাজিলিয়ান তারকা এই গোলরক্ষক। তার ছোট ভাই মুরিয়েল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের গোলরক্ষক।
অ্যালিসন বেকার ও তার ভাই মুরিয়েলের গোলরক্ষক হিসেবে বেড়ে উঠার পিছনে বাবা অ্যাগোস্টিনহোর বিশেষ অবদান রয়েছে। তারা যখন ছোট ছিল বাবা হোসে রিও গ্র্যান্ডে ডো সুল শহরে অপেশাদার একটি ক্লাবে গোলরক্ষক হিসাবে কাজ করেছিলেন। তাই ছেলেদেরও গোলরক্ষক হতে সহযোগিতা করেছেন হোসে অ্যাগোস্টিনহো।
ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনাল অ্যালিসন বেকারের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। এই ক্লাবের হয়ে শৈশবে খেলেছে অ্যালিসন ও তার ভাই মুরিয়েল। ক্লাবটি পর্তুগিজ ভাষায় টুইট করে বলে,
“অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমাদের সাবেক দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও মুরিয়েলের বাবা মারা গেছে। তারা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠার শক্তি পায় আমরা এই কামনা করি। “