২ কোটি টাকার ভিত্তিমুল্য থাকলেও তাকে দলে নেয়নি কোন দল। এর আগে অবশ্য আইপিএলে খেলার অভিজ্ঞতা ছিল স্যামের। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো বিলিংসের দিকে চোখ পরেনি কোন দলের।
তবে দল না পাবার পর মজার এক টুইট করেছেন তিনি। টুইটারে পোস্ট করে তিনি বলেন, “আমার বান্ধবী সারাহ্ আমাকে বলেছে – তুমি কেন বোলার হওনি?” বান্ধবীর খোঁচাকে মজার ছলেই টুইট করে জানিয়েছেন বিলিংস।
My girlfriend Sarah just turns to me and goes… ‘why aren’t you a bowler?’ 🤣
— Sam Billings (@sambillings) February 18, 2021
২২ ম্যাচে ৩৩৪ রান করেছেন তিনি আইপিএল ক্যারিয়ারে, সেখানে ১৭ গড়ে ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।
বোলারদের দাপটেই চলছে আইপিএলের নিলাম। ১৬ কোটিতে দক্ষিণ আফ্রিকার বোলার মরিসকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়েলস।