আইপিএল খেলতে যাবার জন্য শ্রীলংকার বিপক্ষে টেস্টে খেলবেন না সাকিব! সাকিব ছাড়াও মুস্তাফিজেরও রাজস্থান রয়েলসে ডাক পরেছে৷ ১ কোটি টাকার ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে। আজ সকালে ডেইলিস্পোর্টসবিডিকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন,
“সাকিব আমাদেরকে একটি চিঠি দিয়েছে যেখানে সে টেস্ট সিরিজ না খেলার জন্য আবেদন করেছে। সে সময় সে টেস্ট খেলতে চাইছে।
আমরা তাকে অনুমতি দিয়েছি কারণ খেলতে না চাইলে তাকে জোর করবার মানে হয় না। বোর্ড এমনটাই সিদ্ধান্ত নিয়েছে৷ “
মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে কি ভাবছে বোর্ড? আকরাম খান ডেইলিস্পোর্টসবিডিকে বলেন,
“মুস্তাফিজুর রহমান ছুটি চেয়ে চিঠি দেয়নি। যদিও সে ছুটি চায়, টেস্ট খেলতে না চাই তবে সেটি নিয়ে বোর্ড জোর করবে না। একজনকে ছুটি যেহেতু দিছে বোর্ড, বাকি সবাইকেই দিতে হবে৷ সে চিঠি দেয়নি, দিলে পাবে।”
টেস্ট না খেলতে চাওয়া ক্রিকেটারদের চুক্তির বিষয়ে নতুন করে ভাববে কিনা বোর্ড এমন জিজ্ঞাসায় এখনই এই ব্যাপারে মন্তব্য করতে রাজী হননি আকরাম খান।
শুধু আইপিএল ছাড়াও তৃতীয় সন্তান জন্ম নেবার সময়ে প্যারেন্টাল ছুটি নিয়েছেন এজন্য নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে থাকছেন না সাকিব। টেস্ট না খেলার অনিচ্ছা এর আগেও একবার দেখিয়েছিলেন সাকিব। ২০১৭ সালের সেপ্টেম্বরে চাপ কমাতে ৬ মাসের ছুটি নিয়েছিলেন তিনি।
বিসিবি সভাপতি এর আগে সাকিব, মুস্তাফিজুর রহমান সহ কয়েকজনের টেস্ট না খেলার কথা বলেছিলেন গণমাধ্যমের সামনে।
আইপিএলের জন্য জাতীয় দল ছেড়ে যাবার ঘটনা যদিও নতুন না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি নতুন বটে, এমন ঘটনা যে এর আগে ঘটেনি৷