করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময়ের বিরতি পরবর্তী সময়ের ক্রিকেটে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের, সাধারণত একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটের খুব একটা দেখা মিলে না।
তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ার কারণে ক্রিকেটাররা চ্যালেঞ্জের মুখে পড়েছে, দেশের হয়ে খেলা না কি ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগ। কঠিন এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটারদের, যেটা নিয়ে তৈরি হচ্ছে সমালোচনারও।
বর্তমান বাস্তবতায় আইপিএলকে উপেক্ষা করাটা যে কোন ক্রিকেটারের জন্যই কঠিন, যে কারণে দেশের হয়ে খেলাটা প্রথম পছন্দ হলেও শেষ পর্যন্ত আইপিএলকেই বেছে নিচ্ছেন অনেক ক্রিকেটার। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও আইপিএলের কারণে বাংলাদেশের সিরিজে খেলছেন না।
সেটা নিয়ে বোর্ড কিংবা নিজের কোন আক্ষেপ নেই, তবে সমস্যা বেধেছে টেস্ট খেলা নিয়ে। আগামী জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড, একই সময়ে চলবে আইপিএলও। যে কারণে সেই সিরিজে উইলিয়ামসনের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার।
কেন উইলিয়ামসন দেশের হয়ে টেস্ট খেলা পছন্দ করলেও তিনি এখনও নিশ্চিত নন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কি না। ভবিষ্যত কি হবে সেটাকে আপাতত সময়ের উপরে ছেড়ে দিয়ে সবাইকে ধৈর্য্য ধরতে বলছেন কিউই অধিনায়ক।
কেন উইলিয়ামসন বলেন, “সম্ভবত এটি পছন্দনীয় কাজ নয়, (দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে আইপিএলে খেলা) তবে আমি জানি না পরিকল্পনা কি হবে। আপনি যুগে যুগে অনেক পরিকল্পনা করতে পারেন, কিন্তু খুব কম সময়ই সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটে।”
কঠিন হলেও বর্তমান বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার বিকল্প দেখছেন না কেন উইলিয়ামসন। তিনি বলেন, “যত তাড়াতাড়ি এই বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। কোন সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি ঘটতে চলেছে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”