চেন্নাইয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৪ তম আসরের প্লেয়ার অকশন। বাংলাদেশ সময় বিকেল ৩ টা থেকে চলবে নিলাম। নিলামের তলিকায় আছেন সাকিব-মুস্তাফিজ ছাড়াও, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম এবং সাইফুদ্দিনের নাম।
৮ টি দলের সবকটি দলে দেশি বিদেশি মিলিয়ে ক্রিকেটার নিতে পারবে ২৫ জন করে। সবমিলে গত আসরের ৮ টি দল থেকে ৫৭ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলগুলো। এবং ধরে রেখেছে মোট ১৩৯ জন ক্রিকেটার।

২৯৩ জন খেলোয়াড় নিলামের তালিকায় রয়েছেন এবং দলগুলিতে ফাকা জায়গা রয়েছে মাত্র ৬১ জন ক্রিকেটারের। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি টাকা। দুই ভারতীয় খেলোয়াড় হরভজন সিংহ ও কেদার যাদব সহ আট বিদেশী-ম্যাক্সওয়েল, স্মিথ, সাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিংস, জেসন রয়, লিয়াম প্লাঙ্কেট রয়েছেন সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায়।
বিকেল ৩ টা থেকে শুরু হওয়া এই নিলামের সর্বেশেষ আপডেট এখানে জানিয়ে দেয় হবে এখানেঃ
ব্যাটসম্যানঃ
# কারুন নায়ারঃ ভিত্তিমূল্য ৫০ লাখ। অবিক্রিত।
# অ্যালেক্স হেলসঃ ভিত্তিমূল্যা দেড় কোটি। অবিক্রিত।
# জেসন রয়ঃ ভিত্তিমূল্য ২ কোটি। অবিক্রিত।
স্টিভ স্মিথঃ ভিত্তিমূল্য ২ কোটি । ২ কোটি ২০ লাখ। দিল্লি ক্যাপিটালস।
# এভিন লুইসঃ ভিত্তি মূল্য ১ কোটি। অবিক্রিত।
# অ্যারন ফিঞ্চঃ ভিত্তি মূল্য ১ কোটি। অবিক্রিত।
# হনুমা বিহারিঃ ভিত্তি মূল্য ১ কোটি। অবিক্রিত।
অলরাউন্ডারঃ
# ম্যাক্সওয়েলঃ ভিত্তিমূল্য ২ কোটি। চেন্নাই এবং ব্যাঙ্গালরুর মাঝে কাড়াকাড়ি চলছে। ১১ কোটি ছাড়িয়ে গেছে তার দাম। বর্তমান ১৩কোটি ৫০ লাখ ডেকেছে আরসিবি।
শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখে আরিসিবিতে ম্যাক্সওয়েল।
# কেদার যাদবঃ ভিত্তি মূল্য ২ কোটি। অবিক্রিত।
- সাকিব আল হাসান ভিত্তি মূল্য ২ কোটি। ডেকেছে কলকাতা। ডাক চলছে শাহরুখ-প্রীতির মাঝে। ২ কোটি ৪০ লাখ ডেকেছে কলকাতা । ৩ ডেকেছে কোটি পাঞ্জাব । ৩ কোটি ২০ লাখে কলকাতায় সাকিব ।

# মঈন আলীকে ৭ কোটি রুপিতে দলে ভেড়ালো চেন্নাই সুপার কিংস।
# ক্রিস মরিচঃ ভিত্তিমূল্য ১ কোটি।১৫.৫০ কোটি ডেকেছে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটিতে রাজস্থান রয়েলসে ক্রিস মরিস। আর এই মূল্য দিয়ে আইপিএল ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিলেন মরিচ।
আইপিএল নিলামে সর্বাধিক দামি খেলোয়াড়ঃ
ক্রিস মরিস: ১৬ কোটি ২৫ লাখ। রাজস্থান -২০২১।
যুবরাজ সিং: ১৬ কোটি , দিল্লি- ২০১৫।
প্যাট কামিন্স: ১৫ কোটি ৫০ লাখ, কেকেআর – ২০২০।
বেন স্টোকস: .১৪ কোটি ৫০ , রাইজিং পুনে সুপার জায়েন্টস ২০১৭।
গ্লেন ম্যাক্সওয়েল: ১৪ কোটি ২৫ লাখ , আরসিবি – ২০২১।
উইকেট কিপারঃ
# দেড় কোটি রুপিতে ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
# গ্লেন ফিলিপসঃ ভিত্তিমূল্য ৫০ লাখ। অবিক্রিত।
# অ্যালেক্স ক্যারিঃ ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ। অবিক্রিত।
# স্যাম বিলিংসঃ ভিত্তিমূল্য ২ কোটি। অবিক্রিত।
# কুসাল প্যারেরাঃ ভিত্তিমূল্য ৫০ লাখ। অবিক্রিত।
পেস বোলারঃ
#অ্যাডাম মিলনেঃ ভিত্তিমূল্য ৫০ লাখ। ৩ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে গেলেন অ্যাডাম মিলনে।
# মুস্তাফিজুর রহমানঃ বেস প্রাইস ১ কোটি। ১ কোটিতেই রাজস্থান রয়েলসে গেলেন মুস্তাফিজুর রহমান।
# ঝাই রিচার্ডসনঃ ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ। ১৪ কোটিতে পাঞ্জাবে গেলেন রিচার্ডসন।
# মুজিব উর রহমান । অবিক্রিত।
# শাহরুখ খানঃ ভিত্তিমূল্য ২০ লাখ। আরসিবি পাঞ্জাবের মধ্যে বিড চলছে… শেষ পর্যন্ত ৫ লাখ ২৫ হাজারে পাঞ্জাব কিংসে গেলেন শাহরুখ খান।
# কোল্টার নাইল। ৫ কোটিতে মুম্বাই ইন্ডিয়ানসে গেলেন তিনি।
# কৃষ্ণাপ্পা গৌতমঃ ভিত্তি মূল্য ২০ লাখ। ৮ কোটি ২০ লাখে চেন্নাইয়ে গেলেন গৌতম।
# চেতন শাকারিয়াঃ ১ কোটি ২০ লাখ রুপিতে রাআজস্থানে গেলেন তিনি।
# রিলে মেরিডিথঃ ভিত্তি মূল্য ৪০ লাখ। ৮ কোটিতে পাঞ্জাবে গেলেন মেরিডিথ।
#তুষার দেশপান্ডেঃ ২০ লাখ। অবিক্রিত।
# ১৫ কোটিতে কাইল জেমিসনকে কিনে নিল আরসিবি।