ঢাকা টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়লেও ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ, আরও একবার ব্যাট হাতে ব্যর্থতার গল্প লিখেছেন নাজমুল হোসেন শান্ত।
দারুণ শুরুর পরেও দ্রুত ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে সঙ্গী করে চা বিরতিতে গেল বাংলাদেশ দল, ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়লেও ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ, একে একে ফিরে গেছেন সৌম্য সরকার, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের ব্যাটেই ভালো শুরু পায় বাংলাদেশ দল, এক পাশে সৌম্য সরকার ধীরস্থির ভাবে ব্যাট চালালেও টেস্ট ক্রিকেটের বিবেচনায় বিধ্বংসীই ছিলেন তামিম ইকবাল। দুজনের ওপেনিং জুটিতে ৫৯ রান আসে, ১৩ রান করে ফিরে যান সৌম্য।
সৌম্যের বিদায়ের পর দ্রুতই টেস্ট ক্যারিয়ারের ২৮ তম ফিফটি পেয়ে যান তামিম ইকবাল, সর্বশেষ ২০১৯ সালের ৮ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন তিনি। ৪৪ বলে ৯ চারেই ফিফটি তুলে নেন তামিম, অবশ্য ফিফটি পুরণ হওয়ার পর আর কোন রান যোগ করতে পারেননি দেশ সেরা এই ওপেনার।
ক্রেইগ ব্রাথওয়েটের বলে অলস এক শটে শেন মোসলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তামিম, চা বিরতিতে যাওয়ার আগের শেষ ওভারে বাংলাদেশকে বিপদে ফেলে রাকিম কর্নওয়েলের বলে শেন মোসলের হাতে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তও। ৫৯ থেকে ৭৮ এ পৌছাতে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়েছে টাইগাররা, শান্তর ব্যাট থেকে আসে ১১ রান।
চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান, জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ১৫৩ রান।