স্প্যানিশ লা লীগায় বার্সেলোনার জার্সি গায়ে ৫০৫তম ম্যাচ খেলতে নামেন মেসি। বার্সেলোনার ইতিহাসে স্পেনের ঘরোয়া লীগে কেবল জাভি হার্নান্দেজ তার সমান ম্যাচ খেলতে পেরেছে। মেসির এমন রেকর্ডের দিনে সহজ জয় পেয়েছে তার দল বার্সেলোনাও। আর্জেন্টাইন অধিনায়ক ও পর্তুগালের ফ্রান্সিসকো ট্রিনিকাওয়ের জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিল বার্সেলোনা।
গত অক্টোবরে নিজেদের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল আলাভেস। এবার তাদের কোন সুযোগই দেননি মেসি-গ্রিজমানরা। শুরুর দিকে স্বাগতিকদের কিছুটা ক্লান্ত-ছন্নছাড়া মনে হলেও বিরতির পর পাল্টে যায় চিত্র; স্বরূপে নিজেদের মেলে ধরে তারা।
যদিও বিরতির আগেই সফরকারীদের জালে দুবার বল জড়ায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বার্সেলোনার হয়ে গোল মুখ খোলেন ট্রিনিকাও। ম্যাচের ২৯তম মিনিটে ইলাইস মোরিবা এসিস্ট থেকে গোল আদায় করেন পর্তুগিজ এই উইংগার। প্রথমার্ধের যোগ করা সময়ে
ডি বক্সের বাহির থেকে লিওনেল মেসির চোখ ধাঁধাঁনো গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্লাউগানারা। তবে বিরতির পর ব্যবধান কমায় আলাভেস। গোল করেন লুইস রিওহা।
৭৪ মিনিটে মেসির এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ট্রিনিকাও। পরের মিনিটেই মেসি পান নিজের দ্বিতীয় গোলের দেখা। তাতে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। আসরে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১৫টি। এক গোল বেশি নিয়ে গোলদাতার তালিকায় চূড়ায় লুইস সুয়ারেস।
৮০ মিনিটে জুনিয়র ফিরপো ব্যবধান ৫-১ করেন। যে গোলে অবদান রাখেন ফরাসি তারকা গ্রিজম্যান। তার আগে মেসির গোলেও অবদান তার। বাকিসময় আর কোন গোল না হলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এদিকে দিনের প্রথম ম্যাচে গ্রানডাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার দিকে ছুটে চলা অ্যাথলেতিকো মাদ্রিদ ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট দলটির। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে।