সোমবার অনুষ্ঠিত হয়েছে আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের উদ্বোধনী আসরের প্লেয়ার্স ড্রাফট। অনেকটা নীরবেই ভার্চুয়াল ভাবে আয়োজিত সেই ড্রাফটে দল পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। তবে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ড্রাফটে নাম তুললেও, দল পায়নি কোনও টাইগার ক্রিকেটার।
বহুল আলোচিত নতুন এই টুর্নামেন্টের ড্রাফটে ৮ বাংলাদশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে সোমবারের ড্রাফটে কোন ফ্যাঞ্জাইজিই বাংলাদেশি এই ৮ ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি।
ড্রাফটে ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। আর ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন সাব্বির রহমান, লিটন দাস, ইমরুল কায়েস। আর সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনির মূল্য নির্ধারিত ছিল না।
উদ্বোধনী আসরের ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ৩৫ জন ক্রিকেটার। সেখানে স্থানীয় কোটায় ২৮ জন ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্যাঞ্জাইজি গুলো। আর বিদেশি কোটায় ড্রাফটে নাম ২৫২ জন বিদেশি ক্রিকেটার মধ্যে মাত্র ৭ জন ক্রিকেটার দল পেয়েছেন।
গেল বছরই মাঠে গড়ানোর কথা ছিলো দ্য হান্ড্রেড লীগের, তবে করোনায় শেষ পর্যন্ত স্থগিত হয় টুর্নামেন্টটি। আগামী জুলাই মাসে ইংল্যান্ডে বসবে আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই টুর্নামেন্ট।