চোটের কারণে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়ছেন ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমার। তবে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া থেকে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে আটকানোর সাধ্য কার! শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। নেইমার ইতালিয়ান মডেল কিয়ারা নাস্তির প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
যদিও আরও জানা গেছে নেইমারের ভালোবাসাটা এক তরফা; নাস্তির পক্ষের নাকি এখন কোন সাড়া মেলেনি। রোনালদো ও মেসির পর বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার যে ফুটবলারের তাকেই নাকি পাত্তা দিচ্ছেন না ইতালিয়ান সুন্দরী !
ইতালিয়ান বিনোদন সাংবাদিক ও ‘চি’ ম্যাগাজিনের পরিচালক আলফোনসো সিনিওরিনি জানিয়েছেন, নাস্তিকে একপলক দেখার জন্য সম্ভাব্য যা যা কিছু করা দরকার, সবকিছু করে চলেছেন নেইমার!
“নাস্তির একটা ছবিও নেই, যাতে নেইমারের ‘লাইক’ বা ‘লাভ’রিঅ্যাকশন নেই। এই মুহূর্তে সে নাস্তির সঙ্গে দেখা করার জন্য সম্ভাব্য সবকিছুই করে চলেছে, কিন্তু এখনও নাস্তির পক্ষ থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।” জানিয়েছেন সিনিওরিনি। অর্থাৎ বুক ভরা ভালোবাসা নিয়ে আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে নেইমারকে!
২৩ বছর বয়সী কিয়ারা নাস্তি জাতীয়তা ইতালিয়ান।
আরমানির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের এই মডেলের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় আঠারো লাখের মতো। এমন খবরই জানিয়েছে ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম। ২০১৭ সালে উদ্যোক্তা উগো আবামন্তের সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। কিন্তু এক বছরের মাথায় সে সম্পর্ক ভেঙে গিয়েছিল। আপাতত নাস্তি তাই একা আছেন! এই সুযোগে নেইমার কি পারবে ইতালিয়ান সুন্দরীর মন জয় করতে?