ভারতের ১১তম ক্রিকেটার হিসেবে আজ শততম টেস্ট খেলার কীর্তি গড়েছেন পেসার ইশান্ত শর্মা। অথচ ১০০ টেস্ট থেকে মাত্র ১০ টেস্ট দূর থাকতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় অধিনায়কের আচমকা সেই অবসর সিদ্ধান্ত অবাক করেছিল পুরো ক্রিকেট বিশ্বকে।
এত বছর পরেও ধোনির এমন সিদ্ধান্তের কারণ জানা যায়নি। ভারতের হয়ে সকল আইসিসি টুর্নামেন্ট জেতা সাবেক ভারতীয় অধিনায়কও এ প্রসঙ্গে কখনও খোলাসা করেননি। তবে সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তাঁর সতীর্থ ইশান্ত শর্মা।
শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আরেক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় পেসার বলেন,
শততম টেস্টের বেশ কাছে ছিল ধোনি। মনে আছে ইংল্যান্ডে খেলার সময় বলেছিল যে, শততম টেস্ট খেলাটা ওর কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তার বদলে ঋদ্ধিমান সাহাকে তৈরি করার দিকেই মন দেওয়া উচিত বলে মনে করেছিল সে (ধোনি)। আমার মনে হয় সেই কারণেই অবসর নিয়েছিল সে।
২০১৪ সালে শেষবারের মত টেস্ট খেলতে দেখা গিয়েছিলো ‘ক্যাপ্টেন কুল’ কে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে ইঞ্জুরির জন্য পুরোটা সময় খেলতে না পারায় আপসোস রয়ে গেছে ভারতীয় পেসারের। এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমার অনেক খারাপ লেগেছিল সেই ম্যাচে পুরো খেলতে না পারায়। বার বার ইঞ্জেকশন নিচ্ছিলাম আমি। ধোনিকে জানালাম আর বল করতে পারছি না। সে বললো করতে হবে না। পরে আমাকে বলল, লম্বু, আমাকে এই ম্যাচে মাঝ পথে ছেড়ে দিলে। প্রথমে অবশ্য বুঝতে পারিনি। তারপর ধোনি বললো এটাই আমার শেষ টেস্ট ম্যাচ।”