ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ডে নাইট টেস্ট খেলছে ভারত। যেটি ভারতীয় পেসার ইশান্ত শর্মার শততম টেস্ট ম্যাচ। ভারতের দেড়শ বছরের টেস্ট ইতিহাসে কপিল দেবের পর মাত্র ২য় পেসার হিসেবে ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ইশান্ত।
আহমেদাবাদে অবশ্য ভালো নেই ইশান্তের ভারত। ইংল্যান্ড ১১২ রানে অল আউট হবার পর জো রুটের বোলিং তোপে ভারতও গুটিয়ে গেছে ১৪৫ রানে। ইশান্ত শর্মা অবশ্য ১ ছক্কাই অপরাজিত আছেন ১০ রান করে।
ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন এই ফাস্ট বোলার। আগের ১০০ টি টেস্ট খেললেও কখনো ছক্কা হাকাতে পারেননি তিনি। এবার সেই গেরো ছুটিয়েছেন তিনি। শততম টেস্ট ম্যাচে এসে পেলেন ছক্কার দেখা।
ভারতের ইনিংসের ৫১ তম ওভারের প্রথম বলেই জ্যাক লিচকে লং অফের উপর দিয়ে সীমানা ছাড়া করেন ইশান্ত। অর্থাত ৯৯ টি টেস্ট ছক্কা ছাড়া ছিলেন ইশান্ত। ইশান্তের পরেই আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেরেক আন্ডারউড। ৮৬ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ছক্কা ছাড়া।
এরপরে আছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার লাঞ্চ গিবস। ৭৯ টি ম্যাচ কোনও ছাক্কা ছাড়াই খেলেছিলেন তিনি। এই তালিকার ৪ নাম্বারে আছেন স্যার অ্যলান ডোনাল্ড। ৭২ টি টেস্ট অপরাজিত ছিলেন ছক্কা না হাকিয়ে। নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন আছেন এরপরেই। ৭১ টেস্টে ছক্কার মুখ চোখে দেখেননি তিনি।
তবে সবচেয়ে বেশি ম্যাচ ছক্কা না মেরে খেলার রেকর্ড গ্লেন ম্যাকগ্রার দখলে। ১০২ টি টেস্ট ছক্কা না মেরে খেলছেন এই অজি কিংবদন্তি ফাস্ট বোলার।