ঢাকা টেস্টের দ্বিতীয় দিনশেষেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ, আজ দিনের প্রথম সেশনে দুই সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনকে তুলে নিয়ে সেই অবস্থান আরও দৃঢ় করে সফরকারীরা। তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
৪ উইকেটে ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন, শুরুতে দেখেশুনে খেললেও ধীরে ধীরে রানের গতিও বাড়িয়ে দেয় বাংলাদেশ, গড়ে তোলেন ৭১ রানের জুটি। মিথুনের আউটে ভাঙে প্রতিরোধ গড়ে তোলা জুটিটি, সঙ্গীকে হারিয়ে ফিরে যান মুশফিকও।
প্রথম সেশনে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফলো-অনের শঙ্কায় ঠেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি, গড়েছেন সপ্তম উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সেশনে কোন উইকেট হারায়নি বাংলাদেশ, তুলেছে ৯৭ রান। তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ১৩৭ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ (জশোয়া ডি সিলভা ৯২, ক্রুমাহ বোনার ৯০, আলজারি জোসেফ ৮২, ক্রেইগ ব্রাথওয়েট ৪৭, আবু জায়েদ রাহি ৪/৯৮, তাইজুল ইসলাম ৪/১০৮)।
বাংলাদেশ ২৭২/৬ (মুশফিকুর রহিম ৫৪, লিটন দাস ৬৬*, মেহেদি হাসান মিরাজ ৫৩*, তামিম ইকবাল ৪৪, রাকিম কর্নওয়েল ৩/৬১, শ্যানন গ্যাব্রিয়েল ২/৬১, আলজারি জোসেফ ১/৫৯)।
তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত*