করোনা মহামারীর পর প্রথমবারের মত দর্শক ফিরেছে ভারতের মাঠে। দিনের শুরুতে মহাগুরুত্বপূর্ণ টস জিতে সেই উপলক্ষে রং এনে দেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে খেলতে নেমে মহাব্যর্থ ভারতের সেরা ব্যাটসম্যান।
বেশ কিছুদিন ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আজও ফিরলেন শূন্য হাতেই। চার নাম্বারে ব্যাটিংয়ে এসে মঈন আলীর বলে বোল্ড হয়ে ০ (৫) রানে আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক।
আজ নিয়ে আআন্তজার্তিক ক্যারিয়ারে ২৬ বার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। টেস্টে ১১ বার, ওয়ানডেতে ১৩ বার এবং টি-টোয়েন্টিতে ২ বার শুন্য রানে আউট হওয়ার তিক্ত স্বাদ পেয়েছেন ভারতীয় অধিনায়ক।
তবে নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মত আজই কোন স্পিনারের বলে শূন্য রানে আউট হয়েছেন কোহলি। এর আগে আন্তজার্তিক ক্রিকেট, রঞ্জি ট্রফি, অনূর্ধ্ব-১০ কিংবা আইপিএল কোন জায়গাতেই এই তিক্ত স্বাদ পেতে হয়নি তাকে।
ব্যাট হাতে লম্বা সময় ধরেই নিজের সেরা ফর্মে নেই ভারতীয় অধিনায়ক। ৩৩ ইনিংস আগে সর্বশেষ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন তিনি। সেটা ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে। টেস্টে সর্বশেষ ৯ ইনিংসে তার গড় মাত্র ২২.১১।