বছরের শুরু থেকেই ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে আছেন তিনি। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তবে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যাবে না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে। চলমান টেস্ট সিরিজ শেষেই দেশে ফিরে যাবেন ইংলিশ তারকা ব্যাটসম্যান।
ইংলিশ পত্রিকা ডেইলি মেইলের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আসন্ন ওয়ানডে সিরিজে জো রুটকে বিশ্রাম দেবে ইসিবি। রুটের সাথে অলরাউন্ডার ক্রিস ওকসকেও ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করবে না দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জন্য ঘোষিত ইংল্যান্ড দলেও সুযোগ হয়নি রুটের।
ইংল্যান্ডের রোটেশনে পলিসির অংশ হিসেবেই দলের তারকাদের বিশ্রাম দিয়ে দিয়ে মাঠে নামাছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফর এবং চলমান টেস্ট সিরিজেও একাধিক তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল।
মূলত এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজের জন্য খেলোয়াড়দের সম্পূর্ণ ফিট রাখতে চায় তারা। যদিও ভারতের মাটিতে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারের পর রোটেশন পলিসি নিয়ে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশীপের ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ চার ম্যাচের সিরিজে প্রথম টেস্টে ২২৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল জো রুটরা। তবে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানের বিশালে ব্যবধানে হেরেছে তারা।
চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১২ মার্চ থেকে শুরু হয়ে একদিন পরপর ২০ মার্চ পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এরপর ২৩, ২৬ এবং ২৮ মার্চ তিনটি ওয়ানডে মাঠে গড়াবে পুনেতে।