মাত্র ১১ রানে ২ উইকেট হারিয়ে ধুকছিল নিউজিল্যান্ড। দলীয় ১৯ রানে অপর প্রান্তে দাড়িয়ে দেখলেন অধিনায়ক উইলিয়ামসনের বিদায় নেয়া। সেখান থেকে ওয়ান ম্যান আর্মির মত অজি বোলারদের সামনে লড়াই করলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত খেললেন অপরাজিত ৯৯ রানের রেকর্ড ইনিংস।
৩য় উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে গড়লেন ৭৪ রানের জুটি। দলকে এনে দিলেন ১৮৪ রানের বিশাল পুঁজি। তবে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন কনওয়ে। পুড়েছেন মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম শতক না পাওয়ার আক্ষেপে।
তবে তিনিই প্রথম নন, এমন দুর্ভাগাদের তালিকায় কনওয়ে থাকবেন ৫ নাম্বারে। আরও ৪ জন আছেন যারা মাত্র এক রানের জন্য বঞ্চিত হয়েছেন শতক থেকে। সবার আগে এই দুর্ভাগাদের লিস্টে নাম লিখিয়েছেন অ্যালেক্স হেলস। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে আউট হয়েছিলেন তিনি। হেলসই একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্লেয়ার যিনি ৯৯ রানে আউট হয়েছেন। বাকি ৪ জনের সবাই ছিলেন অপরাজিত।
এর পরেই আছেন লুক রাইট। আফগানিস্তানের বিপক্ষে রাইট অপরাজিত ছিলেন ৯৯ রানে। ২০২০ সালে এই দুর্ভাগাদের তালিকায় নতুন সংযোজন হয়েছেন দুইজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডেভিড মালান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ হাফিজ অপরাজিত ছিলেন ৯৯ রানে।
তবে দারুণ এক রেকর্ড নিজের করে নেয়ার সম্ভাবনা আছে কনওয়ের। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে পরপর ৫ ইনিংস ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যান আছেন মাত্র ৫ জন। তন্মধ্যে আছেন কনওয়েও। বাকিরা হচ্ছেন- বীরেন্দ্র শেওয়াগ, হ্যামিল্টন মাসাকাদজা, কামরান আকমল, জস বাটলার এবং ডেভিড ওয়ার্নার। পরের ম্যাচে আর একটি অর্ধশতক হাকাতে পারলেই কনওয়ে পিছনে ফেলবেন সবাইকেই।