ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে প্রতিবেশী দুই দেশ অস্ট্রেলিয়া ও স্বাগতিক নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে অজি ব্যাটসম্যান জশ ফিলিপের।
নির্দিষ্ট ২০ ওভার শেষে উইকেট ৫ উইকেট হারিয়ে কনওয়ের ব্যাটিং নৈপুণ্যে ১৮৪ করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৯* রান এসেছে কনওয়ের ব্যাট থেকে। এছাড়াও ৩০ এবং ২৬ রান এসেছে যথাক্রমে গ্লেস ফিলিপস এবং জিমি নিশামের ব্যাট থেকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ১-০ তে এগিয়ে যেতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৮৫ রান।
টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুতেই অতিথিদের বোলিং তোপে দিশেহারা হয়ে উঠে স্বাগতিকরা। ৪ ওভারে দলীয় স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরে যান কিউইদের ৩ টপ অর্ডার ব্যাটসম্যান।
৩ বলে শূন্য করেন গাপ্টিল, ৫ বলে মাত্র ১ রান করতে পেরেছেন টিম সেইফার্ট। অধিনায়ক উইলিয়ামসনও দীর্ঘস্থায়ী হতে পারেননি। ড্যানিয়েল শামসের ২য় শিকার হয়ে ফেরার আগে এই ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে মাত্র ১২।
তবে শুরুর ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ৭৪ রান যোগ করেন এই দুজন। ২০ বলে ৩০ করে স্টয়নিসের শিকার হবার আগে ফিলিপস খেলেন ৩০ রানের ইনিংস। ৩৭ বল খেলেই ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন কনওয়ে। শেষ পর্যন্ত মাত্র ১ রানের জন্য দেখা পাননি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকের। ৫৯ বলে ১০ চার এবং ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৯৯ রানে।
এছাড়াও ১৫ বলে ২৬ রান এসেছে জেমি নিশামের ব্যাট থেকে।অস্ট্রেলিয়ার হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন শামস এবং রিচার্ডসন।