গত ১৮ ফেব্রুয়ারি প্রথম দফায় ভ্যাকসিন নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কসহ ৬ ক্রিকেটার, আজ দ্বিতীয় দফায় নেন আরও ৮ ক্রিকেটার। ভ্যাকসিন নেননি নিউজিল্যান্ড সফরের দলে থাকা ৬ ক্রিকেটার।
প্রথম ধাপে ভ্যাকসিন নেন তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
তাদের সাথে আজ ভ্যাকসিন নিয়েছেন মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড সফরে থাকা ২০ ক্রিকেটারের ১৪ জন ভ্যাকসিন নিলেও বাঁকি থেকে গেলেন ৬ ক্রিকেটার। ভ্যাকসিন না নেওয়া ৬ ক্রিকেটার হলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আল-আমিন হোসেন ও শেখ মাহেদি হাসান।
১৪ ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফরাও করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন, যে ৬ ক্রিকেটার ভ্যাকসিনের আওতা থেকে মুক্ত থাকলেন তারা নিউজিল্যান্ড থেকে ফিরে সেটা নিবেন।