কলকাতা নাইট রাইডার্সের হয়েই ২০১১ সালে আইপিএলে অভিষেক সাকিব আল হাসানের, ৬ মৌসুম দলটির হয়ে খেলে ট্রফি জিতেছেন ২ বার। দুইবারই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, পুরনো ঠিকানায় ফিরতে পেরে রোমাঞ্চিত বিশ্বসেরা এই অলরাউন্ডার।
গতকাল নিলামে পাঞ্জাব কিংসের সাথে লড়াই করে ২ কোটি রুপির ভিত্তি মূল্যে থাকা সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। পুরনো দলে ফিরতে পেরে রোমাঞ্চিত সাকিব প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দলটির হয়ে আরও ট্রফি জিততে চান।
২০১১ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে সাকিব আল হাসানকে কিনে কলকাতা নাইট রাইডার্স, সেই মৌসুম থেকে ৭ মৌসুমের ৬ টাতেই দলটির হয়ে খেলেছেন তিনি। দুইবার জিতেছেন ট্রফিও, ২০১৭ সাল পর্যন্ত কলকাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সাকিবের।
৩ বছরের বিরতি দিয়ে আবারও কলকাতায় ফিরলেন সাকিব, মাঝের ২ বছর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে ছিলেন না আইপিএলের সর্বশেষ আসরে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে আবারও ফিরলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে।
কলকাতায় ফিরতে পেরে নিজের অনুভূতি জানিয়েছেন সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারব এজন্য আমি রোমাঞ্চিত। ২০১২ ও ২০১৪ সালে আমরা যা করেছি ঠিক তেমন ফলই বয়ে নিয়ে আসার চেষ্টা করবো। দুটি ট্রফি আমরা একসাথে জিতেছি, কলকাতার হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।”
দল পেলেও আইপিএলে সাকিবের খেলা নিশ্চিত নয়, কারণ বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আইপিএলের সূচি এখনো চূড়ান্ত না হলেও এপ্রিলে মাঠে গড়ানোর কথা আছে এই টুর্নামেন্টের, একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ দল।