ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম সংস্করণের প্লেয়ার অকশন শুরু হচ্ছে কিছুক্ষণ বাদেই। চেন্নাইয়ে আজ (১৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় বিকেল ৩ টা থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই লিগের নিলাম। চেন্নাই থেকে আইপিএলের নিলামটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ৩।
আইপিএলের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার রয়েছেন। তারা হলেনঃ সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যে সাকিব আল হাসানের দল পাওয়া নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজি গুলোর বিশেষ নজরে আছেন কাটার মাস্টারও।
এবার সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে পাঞ্জাব কিংস (কিংস ইলেভেন পাঞ্জাব)।
এক নজরে যত টাকা হাতে নিয়ে নিলামে অংশ গ্রহণ করবে দলগুলোঃ
- পাঞ্জাব কিংসঃ ৫৩.২ কোটি রুপি।
- রাজস্থান রয়্যালসঃ ৩৭.৮৫ কোটি রুপি।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুঃ ৩৫.৪ কোটি রুপি ।
- চেন্নাই সুপার কিংসঃ ১৯.৯ কোটি রুপি।
- মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৫.৩৫ কোটি রুপি।
- দিল্লি ক্যাপিটালসঃ ১৩.৪ কোটি রুপি ।
- সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১০.৭৫ কোটি রুপি ।
- কলকাতা নাইট রাইডার্সঃ ১০.৭৫ কোটি রুপি।
ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে। সর্বনিম্ন কোহলির আরসিবি। তারা রেখে দিয়েছে শুধু মাত্র ১২ খেলোয়াড়।