চলতি লা লীগায় এখন পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়েই যাচ্ছে বার্সেলোনা। টানা সাত ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে কাদিজের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। এদিকে দুর্দান্ত পার্ফরমেন্স করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচ খেলে আট পয়েন্টে এগিয়ে আছে দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকলেও লীগ শিরোপা থেকে চোখ সড়াচ্ছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তিনি বিশ্বাস করেন বার্সেলোনা এখনো লা লীগা জয়ের ক্ষমতা রাখে। তিনি আরও বলেন,
“আমি এখনও বিশ্বাস করি, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারবো। ফলাফল বলছে, প্রত্যেক দলই নিচে নামতে পারে। এটা নির্ভর করছে সামনের দুটি ম্যাচের ওপর, যেটা শিরোপার লড়াইয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।”
আগামী ৩ মার্চ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে লড়বে বার্সেলোনা, প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে কিছুটা ব্যাক ফুটে আছে কোম্যান শিষ্যরা। সব মিলিয়ে, এবারের মৌসুমে সামনের তিন ম্যাচ বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানালেন দলটির ডাচ কোচ,
“এরপর আমাদের কোপা দেল রে তে ঘুরে দাঁড়াতে হবে। দুই প্রতিযোগিতায়ই আমরা কিছু করতে পারি। এই সপ্তাহে আমাদের তিনটি ম্যাচ আছে, সবই গুরুত্বপূর্ণ। এটা কঠিন, কারণ দর্শকশূন্য মাঠে আমাদের সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে। দর্শক থাকলে বিষয়টি আরও সহজ হতো।”
এদিকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিলো বার্সেলোনা।