গত তিন আসর ধরে আইপিএলে রান বন্যা দেখা যাচ্ছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ব্যাটে। আইপিএল ছাড়াও ভারতের ঘরোয়া লিগ গুলোতেও ভালো খেলছিলেন সূর্য। অবশেষে ফল পেয়েছেন ধারাবাহিক ভালো খেলার। সুযোগ পেয়েছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
২০২০ আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার সূর্যের ব্যাট থেকে এসেছে ৪০ গড়ে ৪৮০ রান। স্ট্রাইক রেট ১৪৫ প্রায়। শুধু ২০২০ আইপিএল নয়। গত ৩ আসরেই ধারাবাহিক ছিলেন সূর্য। ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ৩৬.৫৭ গড়ে রান করেন ৫১২, অর্ধশতক ৪টি। ২০১৯ আসরে ১৬ ম্যাচে তার রান ছিল ৪২৪। দুইবারই তার স্ট্রাইক রেট ছিল ১৩০ এর ওপরে।
এত অতিমানবীয়তার পর আর সূর্যের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেনি নির্বাচকরা। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে ভীষণ উচ্ছস্বীত সূর্য কুমার। কোহলদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি আর সবার থেকে নিতুন নতুন বিষয় শিখতে আর তর সইছে এই ব্যাটসম্যানের। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্য বলেন,
“আমি কীভাবে সেখানে সমস্ত গ্রেটদের সাথে সময় কাটাতে যাচ্ছি সে সম্পর্কে ইতিমধ্যে জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছি। আমি আমাদের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখব এবং তারপরে রোহিত শর্মা, এ- টু জেড সব খেলোয়াড়দের থেকে। সবার সাথে কোয়ালিটি টাইম পার করার জন্য মুখিয়ে আছি।”

তিনি আরও বলেছেন,
“আইপিএল চলাকালীন সময়ের ঘটনা ,তখন আমি ভারতের হয়ে খেলা এবং জয়ের স্বপ্ন দেখতাম এবং আমি মনে করি আমার জন্য সেই সঠিক সময়টি এসে গেছে। কোনও কিছু চিন্তাভাবনা না করেই বলতে পারি, আমি সবকিছু পিছনে ফেলে এক ধাপ এগিয়ে গেলাম। আমার কিছু পরিকল্পনা রয়ছে ,এখন এগুলো বাস্তবায়ন করতে চায়, ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান যোগ করেন। আমি গর্বিত বোধ করছি যে আমি আগামী মাসে আমি আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। পিছনের দিনগুলোর কথা মনে পড়ছে ,আমার বাবা-মা আমাকে কতটা সমর্থন করেছে। গতকাল (২১ ফেব্রুয়ারি) জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর পাওয়ার পর থেকেই মনের মধ্যে সবকিছু খেলা করছেন।
আমি আসলে অনুশীলন থেকে ঘরে বসে ছিলাম। গোসলের জন্য অপেক্ষা করছিলাম এবং সেই সময় খবরটি পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম I আমি কেবল এক জায়গায় বসে ভাবছিলাম মনে হচ্ছিলো আমি প্রজাপতিদের রাজ্যে হারিয়ে গেছি।”
১২ মার্চ শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এর পর একদিন পর পর হবে সিরিজের ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।