চেন্নাইয়ে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাবসুলভ আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে চাপে পড়তে দেননি ভারতীয় ওপেনার। তিন উইকেট হারিয়ে বসলেও রোহিতের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন বুনছে স্বাগতিকরা।
১৩০ বলে সেঞ্চুরি পূরণ করা রোহিত এখন পর্যন্ত ১৫৬ বলে ১১৮* রানে অপরাজিত আছেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৪ চার আর ২ ছয়।
এ নিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন রোহিত শর্মা। সবগুলো সেঞ্চুরিই করেছেন ঘরের মাঠে। চেন্নাইয়ে মাঠে এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত লাল বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি।
টেস্টে ঘরের মাঠে বেশ উজ্জ্বল রোহিত শর্মার পরিসংখ্যান। এখন পর্যন্ত ভারতের মাটিতে ১৬ টেস্টের ৭টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার। যেখানে তার গড় ৮৪.৯৪*। বিপরীতে দেশের বাইরে তার গড় ২৭.০০। যেখানে নেই কোন সেঞ্চুরি।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপে ১৩ ইনিংসে এটি ভারতীয় ওপেনারে চতুর্থ সেঞ্চুরি। ২৩ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে, এ তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন।
এই সেঞ্চুরির মাধ্যমে ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তিনে উঠে এসেছেন ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের গোড়াপত্তন করতে এসে ৩৫ বার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন তিনি। সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার (৪৫) এবং বীরেন্দর শেবাগ (৩৬)।
সেই সাথে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ২০০ ছয় মারার রেকর্ড গড়েছেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান।