ইংল্যান্ডের বিপক্ষে ২ দিনে শেষ হওয়া তৃতীয় টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সের ফল পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা, অন্যদিকে সিরিজ জুড়েই বাজে পারফর্মেন্সের ফলে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে গেছেন বেন স্টোকস।
সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮ম অবস্থানে উঠে এসেছেন রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ৫ ধাপ এগিয়ে বোলিংয়ে ২ নাম্বারে উঠেছে এসেছেন। সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেন স্টোকস দুই ধাপ পিছিয়ে ৩ এ নেমে গেছেন, ৪০৭ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন জেসন হোল্ডার।
আহমেদাবাদ টেস্টে ১৩ উইকেট পাওয়া আক্সার প্যাটেল ৩০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে উঠে এসেছে, র্যাংকিংয়ে উন্নতি হয়েছেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ, জো রুটেরও। বোলিংয়ে ৭২ নাম্বারে থাকা রুট অলরাউন্ডার র্যাংকিং তালিকায় ১৩তম স্থানে উঠে এসেছেন।
১২ ঘন্টা স্থায়ী আহমেদাবাদ টেস্টে একমাত্র ইংলিশ ব্যাটসম্যান হিসেবে প্রথম ইনিংসে ফিফটি পাওয়া জ্যাক ক্রাউলিরই শুধু র্যাংকিংয়ে উন্নতি হয়েছে, ৫৩ রানের ইনিংস খেলা ক্রাউলি ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৬তম স্থানে।
স্পিন বান্ধব উইকেটে ব্যর্থ হওয়া জেমস অ্যান্ডারসন, স্টুয়ারট ব্রড, বেন স্টোকস, জাসপ্রিত বুমরাহদের র্যাংকিংয়ে অবনতি ঘটেছে। ব্যাটিংয়ে অবনতি ঘটেছে চেতশ্বর পুজারা, বেন স্টোকস, আজিঙ্কা রাহানে, রিশাব পান্ত, জস বাটলারদের, তাদের পিছিয়ে যাওয়ায় ২৩তম স্থান থেকে এক ধাপ উন্নতি হয়েছে টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।