কুমিল্লার ধর্মসাগর পাড় ঘেসে অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেন প্রতি ম্যাচেই দর্শকদের উন্মাদনার কেন্দ্র বিন্দুতে থাকে। ইতিমধ্যে প্রিমিয়ার লীগে সেরা ভেন্যু হিসেবেও আখ্যায়িত হয়েছে এই স্টেডিয়ামটি। বসুন্ধরা, মোহামেডানের কোচ থেকে শুরু করে আবাহনী লিমিটেড ঢাকার কোচ মারিও লামোসেরও মন কেড়েছে কুমিল্লার এই স্টেডিয়াম।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠ হিসেবে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল এই স্টেডিয়ামটির। চলতি সিজনে মোহামেডানের পাশাপাশি বসুন্ধরা কিংসও এই স্টেডিয়াম হোম ভেন্যু করেছে। যার ফলে প্রতি ম্যাচেই দর্শকদের ভিড়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে পুরা কুমিল্লা জুড়ে।
গত ২৩ জানুয়ারি বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচে কুমিল্লা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এই স্টেডিয়ামের সার্বিক অবস্থা দেখে সন্তুষ্ট হয়ে বাফুফে বস খুব শীঘ্রই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার ইচ্ছা পোষণ করেছিলেন। যার কারনেই কাজী মোঃ সালাউদ্দিন চান এই স্টেডিয়ামে দ্রুত ফ্লাড লাইট স্থাপন করতে। ফ্লাড লাইট স্থাপনের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর ইতোমধ্যে চিঠিও প্রেরণ করেছেন বাফুফে সভাপতি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর লেখা চিঠিতে কাজী মো. সালাউদ্দিন বলেছেন,
“কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাম্প্রতিক সময়ে আয়োজিত ফুটবল ম্যাচগুলোতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হচ্ছে। দর্শকপ্রিয়তার কথা চিন্তা করে আমাদের মনে হচ্ছে, ওই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। যার জন্য ১৬০০ লাক্স ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিকমানের ফ্লাডলাইট দ্রুত স্থাপন করা অপরিহার্য।”