পূর্বনির্ধারিতভাবে আজ (১৮ ফেব্রুয়ারি) রাজধানির কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সবার আগে টিকা নিয়েছেন জাতীয় দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং তাদের স্ত্রীরাও। এসময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকাল পৌনে ১১ টা থেকে শুরু হয় টিকাদান কর্মসূচী। আজ প্রথম দিনে খেলোয়াড়, কোচিং স্টাফ সহ মোট ২৮ জন নিবেন করোনার ভ্যাকসিন। ছুটিতে থাকায় আজ টিকা নিচ্ছেন না সাকিব আল হাসান। এছাড়াও ঢাকার বাইরে থাকায় জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৮ জন ক্রিকেটার নিতে পারছেন না টিকা। তবে সময়ক্রমে সবাই পাবেন করোনার ভ্যাকসিন।
এদিকে চলতি মাসের ২৪ তারিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে আজ জাতীয় দল ঘোষণা করার কথা থাকলেও ক্রিকেটারদের টিকা নেয়ার জন্য তারিখ পেছানো হয়েছে ১ দিন। পুনঃনির্ধারিত দিন থেকে একদিন পিছিয়ে আগামীকাল ঘোষণা করা হবে টাইগারদের নিউজিল্যান্ড সফরের দল।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়া শেষে গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, টিকা নেয়ার কর্মসূচী খুবই সহজ। এছাড়াও তিনি খুব অল্পদিনের মধ্যে বাংলাদেশিদের জন্য টিকার ব্যবস্থা করায় ধন্যবাদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তামিম ইকবাল বলেন,
“আমি খুব সহজেই নিবন্ধন করে টিকা নিতে পেরেছি। এটা যে শুধু আমি বলে সহজ হয়েছে তা কিন্তু না। আমার পরিবার বা বন্ধু মহলে যাদের সঙ্গেই কথা বলেছি তারা খুব সহজেই নিবন্ধন করে টিকা নিতে পারছেন। পুরো প্রক্রিয়াটি খুব সহজ করতে যারাই এর সঙ্গে কাজ করছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট।”
তামিম আরও বলেন,
“আমরা বাংলাদেশিরা খুবই লাকি যে আমরা এই টিকা খুব সহজেই নিতে পারছি। এজন্য প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”