ফুটবল দুনিয়ায় মাঠ বা মাঠের বাইরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার জন্য কখনও ফুটবলার আবার কখনও কোচকে শাস্তির সম্মুখীন হতে হয়। এবার স্পেনের টেরচেরা বিভাগের অ্যামেচার লীগে ঘটে গেলো বিরল এক ঘটনা। বেনতিলা ফারমিভেক্স ও লস কারমেন্সের মধ্যকার ম্যাচে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির উপর আক্রমণ চালায় বেনতিলা ফারমিভেক্সের কোচ গঞ্জালো বারাহোনা। পরবর্তীতে রেফারিকে মৃত্যুর হুমকিও দেন এই কোচ।
টেরচেরা বিভাগের অ্যামেচার লীগ কমিটির সিদ্ধান্তে কোচ গঞ্জালো বারাহোনাকে এক, দুই বা দশ নয়, একদম ৭৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।
লীগ কমিটির এক সদস্য ম্যাচ শেষে টুইট করে জানিয়েছেন,
“ফুটবলে হিংস্রতার কোনও জায়গা নেই। একজন কোচ থেকে ১৭ বছর বয়সী রেফারির সাথে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।”