রিয়াল মাদ্রিদ ছেড়ে চলতি সিজনের শুরুতেই ধারে টটেনহ্যামে যোগ দেন গতির দানব গ্যারেথ বেল। নামের আগে গতির দানব যোগ করা হলেও গ্যারেথ বেলের সেই গতি কালে ভদ্রে ছাড়া আর দেখা যায় না। মাঠের পার্ফরমেন্স যেমনই হোক মাঠের বাইরে সব সময় সমালোচনায় কিভাবে থাকতে হয় সেটা গ্যারেথ বেল খুব ভাল করেই জানেন। একেক বার একেক কান্ড ঘটিয়ে পত্রিকার হেড লাইন হয়েছেন।
গ্যারেথ বেলের কান্ডে আবারও চটেছেন স্পার্স বস হোসে মরিনহো। গত বুধবার এফএ কাপে এভারটনের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিলেও সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন না গ্যারেথ বেল। তবে এই ম্যাচের আগে গ্যারেথ বেল তার নিজস্ব ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে লিখেছেন,
“দারুণ একটা সেশন ছিল আজ”

এই বাক্য দেখেই চটেছেন মরিনহো কেননা পায়ের স্ক্যান করার কথা বলেই এফএ কাপের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন গ্যারেথ বেল।
এ বিষয়ে মরিনহো বলেছেন,
“বেলের এখন স্ক্যান করার দরকার কিন্তু সে অহেতুক কাজ কর্ম করে বেড়াচ্ছে। সে পোস্ট করে জানাচ্ছে সে প্রস্তুত কিন্তু এটা একদমই ভুল। সে ফিট নেই এ কারণে ম্যান সিটির বিপক্ষে ম্যাচেও স্কোয়াডে নেই।”
চলতি সিজনে ১৫ ম্যাচে মাঠে নামলেও মাত্র দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন গ্যারেথ বেল, গোল করেছেন মাত্র চারটি।