শুরুর ছন্দপতন কাটিয়ে বর্তমানে কিছুটা ফর্মে ফিরলেও খুব বেশি ধারাবাহিক হতে পারছেন না সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। তাই গ্রীজম্যান আগের লেভেলে নাই বলেই মন্তব্য করেন স্বদেশী সাবেক লেফটব্যাক জেরেমি ম্যাথিউ।
চলতি মৌসুমে স্প্যানিশ লা লীগায় উড়ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মত জায়ান্ট ক্লাবদের ছাড়িয়ে স্পেনের শীর্ষ লীগে চূড়ায় আছে দিয়েগো সিমেওনির দল। একটা সময় এই দলের হয়েই মাঠ কাপিয়েছেন গ্রীজম্যান। ২০১৯ সালে মাদ্রিদ ছেড়ে কাতালুনিয়ায় পাড়ি জমান ফরাসি ফরোয়ার্ড।
বার্সেলোনায় যোগ দিয়ে এখন লিওনেল মেসির ছায়ায় পড়ে আছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। বিষয়টি ভালোভাবে নেয়নি তার স্বদেশী ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। আরসিওয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউ জানান, “এটি কোন ভালো সিদ্ধান্ত ছিল না। দলের সেরা তারকা হয়েও কেন সে (গ্রীজম্যান) ক্লাব ছেড়েছে আমার বুঝে আসে না। এই সময় বার্সেলোনাতে আসা তার ভুল সিদ্ধান্ত ছিল।”
অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ধারাবাহিক গোল করা গ্রীজম্যানকে দেখা যাচ্ছে না বার্সার জার্সিতে। জেরেমি কথা বলেছেন গ্রীজম্যানের পারফরম্যান্স নিয়েও। তিনি আরও বলেন, “গ্রীজম্যান অ্যাথলেটিকো মাদ্রিদে যেমনটা ছিল, এখন সেই লেভেলে নেই। বার্সেলোনাও তাদের সেরা সময় পার করে এসেছে। ব্যক্তিগত ভাবে আমি মনেকরি তার বার্সালোনাতে আসা ভুল ছিল।”