শনিবার রাতে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে সাউদাম্পটন। লিভারপুল থেকে লোনে আসা তাকুমি মিনামিনোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর চেলসিকে সমতায় ফেরান ম্যাসন মাউন্ট।
আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে দু’দলই বেশকিছু সুযোগ তৈরি করে। তবে সবচেয়ে বেশি হতাশ করে চেলসি। এদিন পুরো ম্যাচে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখে সাউদাম্পটনের গোলবারে ৭টি শট নিয়েও একটির বেশি গোল করতে পারেনি টমাস টুখেলের দল। ফলে টানা ছয় ম্যাচ পর পয়েন্ট হারিয়ে সন্তুষ্ঠ থাকতে অল ব্লুজদের।
সাউদাম্পটনের মাঠে ম্যাচটা কঠিন ছিলো বলে মনে করেন চেলসি কোচ। তাই পয়েন্ট হারিয়েও স্টার্মফোর্ডে খুশি ফ্রাংক ল্যাম্পার্ডের বদলি আসা জার্মান এই কোচ। ম্যাচ শেষে টুখেল জানান,
“আমাদেরকে এভাবে খেলে যেতে হবে কারণ আমরা খুব ভালো করছি। খেলোয়াড়দেরকে আমার অভিনন্দন জানাতেই হবে কারণ এই মাঠে খেলাটা সহজ নয়, কঠিন একটা প্রতিপক্ষের বিপক্ষে। আমরা তাদের খেলোয়াড়দের মান সম্পর্কে জানি। কিন্তু আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি, তাদের অর্ধে খেলেছি…আমাদের এক পয়েন্ট নিয়েই খুশি হতে হবে।”
২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউথ্যাম্পটন। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি আছে তিনে।