বড় ঝামেলায় ফেসে যাচ্ছেন ভারতের দুটি বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। হরিয়ানা প্রদেশের হিসার থানায় জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ এনে সাবেক ভারতীয় তারকা অলরাউন্ডারের বিপক্ষে এফআইআর দায়ের করা হয়েছে।
আট মাস আগে গত জুনে রোহিত শর্মার সাথে এক ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় করা তাঁর মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাবেক সতীর্থের সাথে সেই আড্ডায় আরেক সতীর্থ যুযবেন্দ্র চাহালের টিকটক করা নিয়ে ঠাট্টা করে কিছু মন্তব্য করেছিলেন যুবরাজ। কিন্তু তা দলিত সম্প্রদায় ভালোভাবে নেয়নি।
পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন সাবেক ভারতীয় তারকা অলরাউন্ডার। এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন,
“আমি জাতি, ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ব্যাপারে কোনও রকম ভেদাভেদে বিশ্বাস করি না। সারাজীবন মানুষের ভালোর জন্যে কাজ করে এসেছি। অনুভব করছি আমার কথায় কিছু মানুষ আঘাত পেয়েছেন। যদি অনিচ্ছাকৃত ভাবে কাউকে আঘাত করে থাকি সেজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী।”
সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলিত সম্প্রদায়ের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে হরিয়ানা প্রদেশের হিসার থানায় অভিযোগ করেছিলেন। তাঁর ভিত্তিতেই ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে রবিবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে অবশ্য যুবরাজ সিংয়ের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।