ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম সংস্করণের খেলোয়াড় নিলাম শেষ হয়েছে ইতোমধ্যে। ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজ ইতোমধ্যে শেষ করে ফেলেছে। কোথায় কোথায় হবে আইপিএলের ম্যাচ গুলো তা নিয়ে ধোয়াশা কিছুটা আছেই।
শুধুমাত্র মুম্বাই এবং পুনেতে আইপিএলের সবকটি ম্যাচ হবার কথা থাকলেও ব্যবসায়িক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। এছাড়াও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবার কথা ছিল ১৪ তম আইপিএলের ফাইনাল।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, বিসিসিআই জানিয়েছে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লী এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের ম্যাচ গুলো। তবে মুম্বাই স্টেডিয়ামে থাকবে না কোনও দর্শক।
এপ্রিলের ২য় সপ্তাহ থেকে পর্দা উঠতে পারে আইপএলের। যা চলবে জুনের প্রথম সপ্তাহ অবধি। মুম্বাই ছাড়া সবকটি স্টেডিয়ামে ৫০ ভাগ টিকেট ছাড়াও কথা রয়েছে। তবে ভেন্যু নিয়ে এটিই চুড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো চাচ্ছে শুধুমাত্র একটি ভেন্যুতে খেলতে।