এগিয়ে গিয়েও জিততে পারলো না বার্সেলোনা। ন্যু ক্যাম্পে খেলার অন্তিম মুহুর্তে পেনাল্টিতে গোল হজম করে কাদিজের বিপক্ষে জয় বঞ্চিত হয় কাতালানরা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্বল কাদিজের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াই থেকেও পিছিয়ে পড়লো রোনাল্ড কোম্যানের দল।
গত রাতে কাদিজের বিপক্ষে পয়েন্ট হারালেও এই ম্যাচ দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য ছিল নতুন মাইলফলক। এদিন কিংবদন্তি জাভি হার্নান্দেজকে টপকিয়ে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লীগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। কাতালানদের হয়ে সতের বছর ক্যারিয়ারে স্প্যানিশ কিংবদন্তি লা লীগায় ম্যাচ খেলেছেনন ৫০৫টি। কাদিজের বিপক্ষে লা লীগায় মাঠে নামার পরেই তা দাঁড়ায় ৫০৬ এ।
মেসির রেকর্ডের দিনে রেকর্ড গড়েছেন মিডফিল্ডার সার্জিও বুসকেটসও। বার্সেলোনার মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে কাল লা লীগায় ৪০০তম ম্যাচ খেলেছেন বুসকেটস। স্পেনের শীর্ষ লীগে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা পাঁচজন ফুটবলার হলেন: লিওনেল মেসি(৫০৬), জাভি হার্নান্দেজ(৫০৫), আন্দ্রেস ইনিয়েস্তা (৪৪২), সার্জিও বুসকেটস (৪০০) এবং কার্লোস পুয়োল (৩৯২)।
কাদিজের বিপক্ষে এদিন আরও দুটো রেকর্ড গড়েন মেসি। ম্যাচের ৩২তম মিনিটে পেদ্রি ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। ঠান্ডা মাথায় কাদিজের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানা রোনালদোকে ছাড়িয়ে লা লীগায় রেকর্ড ৭৩টি পেনাল্টি নিলেন মেসি।
তাছাড়াও প্রথম দুই দেখায় গোল করতে না পারলেও কাল কাদিজের বিপক্ষে প্রথম গোল করা মেসির স্প্যানিশ লা লীগায় গোল করা প্রতিপক্ষের সংখ্যা হল ৩৮। স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ৪০ দলের ৩৮টির বিপক্ষে গোল পেলেন মেসি।