জাদুকরী ফুটবল খেলে ক্যারিয়ারে কতজনের মন কেড়েছে তার কোন ইয়াত্তা নেই। বর্তমানে খুব কম ফুটবল প্রেয়সী আছে যারা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ না। সাবেক বা বর্তমান ফুটবলার সুযোগ পেলে কেউই আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় কৃপণতা দেখায় না। এবার সেই তালিকায় যুক্ত হল ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইকুয়াল গুন্দোগানের নাম। ফরাসি কিংবদন্তি জিদান কিংবা ব্রাজিলিয়ান রোনালদিনহো নয়, গুন্দোগানের পছন্দ বার্সেলোনা ফরোয়ার্ড মেসিই।
সম্প্রতি স্কাই স্পোর্টস মেক্সিকোকে দেয়া সাক্ষাৎকারে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে পছন্দের এই কথা নিজেই জানিয়েছেন। আগামী জুনে বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। এই সময়ের পর মেসিকে নিজেদের দলে নেয়ার চেষ্টা করছে সিটিজেনরা। তখন গুন্দোগানের এই মন্তব্য বেশ আলোচনারই জন্ম দিয়েছে। নিজের ফেভারিট প্লেয়ার কে? এমন প্রশ্নে গুন্দোগান বলেন,
“এটা অনেক কঠিন প্রশ্ন। আমি বলব যে মেসি আমার পছন্দের প্লেয়ার। কারণ তার খেলা দেখাটাই আনন্দের। সৌভাগ্যক্রমে আমি তার খেলা নিয়মিত দেখতে পারি।
অবশ্যই অনেক প্লেয়ার আছে যাদের খেলা আমি দেখেছি। আমি রোনালদিনহোর খেলা দেখেছি, জিদানের খেলা দেখেছি। আমি আরও অনেকের খেলা দেখেছি। কিন্তু যদি একজনকে বেছে নিতে হয় তাহলে আমি মেসিকে বেছে নিব।”