সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আফগানিস্তান টেস্ট সিরিজের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ঘোষিত সেই দলে নেই অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর।
টেইলর ছাড়াও ঘোষিত সেই দলে সুযোগ হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেগ এরভিন। তবে অনেক দিন পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার রায়ান বার্ল এবং ব্যাটসম্যান তারিসাই সাসুকান্দা। ২০১৭ সালের পর এই প্রথম তারা দুজন লাল বলের ক্রিকেটে ডাক পেয়েছেন।
মূলত অসুস্থতার জন্য আফগানিস্তান সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেটের আয়োজিত অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি টেইলর-এরভিন। যার ফলপ্রসূ শেষ পর্যন্ত অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ২রা মার্চ আবুধাবিতে সিরিজে প্রথম টেস্টটি মাঠে গড়াবে। একই মাঠে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১০ই মার্চ। এরপর আবুধাবিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল, যা শুরু হবে ১৭ই মার্চ।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডঃ শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, কেভিন কাসুজা, ওয়েসলে মাধুভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, ব্রেন্ডন মাভুতা, তারিসাই সাসুকান্দা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাম্বানি, রিচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি এবং ডোনাল্ড ত্রিপানো।