আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে রানের ৩৩ রানের লিড নিয়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডকে ১১২ রানে বেঁধে ফেলার পর দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে নিজেরাও গুটিয়ে গেছে মাত্র ১৪৫ রানে।
৯৯/৩ এ দিন শুরু করা ভারত আজ মাত্র ৪৬ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়েছে। বল হাতে জ্যাক লিচ এবং ইংলিশ অধিনায়কের ঘূর্ণিজালে দ্বিতীয় দিনে তাসের ঘরের মত ভেঙ্গেছে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। ফলে গোলাপি বলের টেস্টে প্রথম দিনের বিবর্ণ ইংল্যান্ড দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দারুণ ভাবে খেলা ফিরেছে।
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে এসে রবিচন্দ্রন অশ্বিন (১৭) এবং শততম টেস্ট খেলা ইশান্ত শর্মা (১০*) ছাড়া বাকি কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি। দুই ইংলিশ স্পিনারের দূর্দান্ত বোলিং নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত।
বল করতে এসে নিজের প্রথম বলেই ফর্মের তুঙ্গে থাকা রিশাভ পান্তের উইকেট তুলে নেন ইংলিশ দলপতি জো রুট। এরপর আরও দুই বাঁহাতিকে ফিরিয়ে এক সময় তার বোলিং বিশ্লেষণ ছিল ৩-৩-০-৩। এরপর রবিচন্দ্রন অশ্বিন এবং জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেন রুট।
এর ফলে ক্রিকেট ইতিহাসে স্পিনার হিসেবে সবচেয়ে কম রান দিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন জো রুট। ৬.২ ওভারে ৩ মেইডেন সহ মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়েছেন ইংলিশ দলপতি।
১৯৮৩ সালে ইংলিশ অধিনায়ক বব উইলস ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর আহমেদাবাদে আজ জো রুট আবারও ইংলিশ অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়লেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশীপের ফাইনালে উঠার লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় আছে দুইদল। প্রথম টেস্টে ২২৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো জো রুটরা। তবে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশালে ব্যবধানে হারিয়ে সমতায় ফিরে বিরাট কোহলির দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ১১২/১০ (৪৮.৪ ওভার), ক্রাউলি ৫৩, রুট ১৭, ফোকস ১২ ; অক্ষর ৬/৩৮, অশ্বিন ৩/২৬।
ভারত প্রথম ইনিংসঃ ১৪৫/১০ (৫৩.২ ওভার), রোহিত ৬৬, কোহলি ২৭, অশ্বিন ১৭ ; রুট ৫/৮, লিচ ৪/৫৪।
টসঃ ইংল্যান্ড